হাসান আরিফের জন্য মিরপুরের ভালোবাসা

শিল্প-সংস্কৃতির মানুষ হাসান আরিফকে স্মরণ করা হলো কথা-কবিতা ও গানে। ‘স্মরিব তোমায় জীবনে সৃজনে’ অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম।
মিরপুর-৬ এর মুকুল ফৌজ মাঠে রবিবার (১৫ মে) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তি, গান আর স্মৃতিচারণ দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নাসিরউদ্দীন ইউসুফ, মফিদুল হক, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী, মিজানুর রহমান, মানজারুল ইসলাম সুইট, আখতারুজ্জামান, আহম্মেদ গিয়াস, রফিকুল ইসলাম প্রমুখ।
হাসান আরিফের সৃজন-সৃষ্টিকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার আশাবাদ ঘোষণা করা হয়।
বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ করোনা আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল দেহত্যাগ করেন।
এপি/
