প্যানোরমিক আলোকচিত্র প্রদর্শনী ‘দাঁড়াও, ঢাকা’
‘দাঁড়াও, ঢাকা’ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকরা
দুনিয়াদারি আর্কাইভের আয়োজনে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হল বশীর আহমেদ সুজনের ‘দাঁড়াও, ঢাকা’ শীর্ষক একক প্যানোরমিক আলোকচিত্র প্রদর্শনী।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে প্রদর্শিত আলোকচিত্রগুলো নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচনও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। প্রথিতযশা আলোকচিত্রী নাসির আলী মামুন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন । সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা'র পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ ও স্থপতি নুরুর রহমান খান।
প্রদর্শনীর ধরন ও আলোকচিত্রের বইয়ের গঠনে অভিনবত্ব নিয়ে এসেছে ‘দাঁড়াও, ঢাকা’। গ্যালারির দেয়ালে ছবি ঝোলানোর প্রক্রিয়া থেকে সরে এসে বিশেষভাবে তৈরি করা কাঠামোতে মানবসমান উঁচু প্রিন্টে এমনভাবে প্রদর্শনীটি সাজানো হয়েছে, দেখে মনে হয় শহরের দালান-কোঠা গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। ‘দাঁড়াও, ঢাকা’ প্রদর্শনীর কিউরেটর এবং বইয়ের সম্পাদক আমিরুল রাজিব ও নাঈম ঊল হাসান।
প্রদর্শিত আলোকচিত্রসমূহ ঢাকার রাস্তায় ২০০৬ থেকে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে তোলা। এর পাশাপাশি করোনাকালীন সময়কালের কিছু ছবিও প্রদর্শনীর অন্তর্ভুক্ত করা হয়েছে।
বশীর আহমেদ সুজন পেশাদার ফটোগ্রাফার। তার ২৫ বছরের কর্মজীবনে তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ‘বৃত্ত’ ম্যাপ ফটোগ্রাফারদের যৌথ প্রযোজনা (২০০৩), ‘An Unknown Dusk’ (২০০৭), ‘The Crochet Village’ (২০১০) ইত্যাদি।
‘দাঁড়াও, ঢাকা’ প্রদর্শনী শনিবার ২১ মে ২০২২ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। লা গ্যালারি সোমবার থেকে শনিবার (রবিবার বন্ধ) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে
এপি/