‘কুন্তী’ গৌরীর পর এবার চলে গেলেন ‘কর্ণ’ পার্থ ঘোষ
বাচিকশিল্প জগতে বড় ধরণের নক্ষত্রপতন ঘটল। দুই বাংলায় জনপ্রিয় বিখ্যাত আবৃত্তিশিল্পী পার্থ ঘোষের প্রয়াণ ঘটেছে। শনিবার (৭ মে) সকালে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৮৩বছর।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থ ঘোষ। গলায় অস্ত্রপচারের জন্য তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না। কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বাচিকশিল্পের জগতে দুই উজ্জ্বল নক্ষত্র ছিলেন পার্থ ঘোষ ও গৌরী ঘোষ। গতবছর আগস্টে প্রয়াত হন পার্থ ঘোষের জীবন ও শিল্পসঙ্গী বিশিষ্ট বাচিকশিল্পী গৌরি ঘোষ। গৌরী ঘোষ চলে যাওয়ার পর এক বছরও পেরোয়নি। এরই মধ্যে চলে গেলেন পার্থ ঘোষও।
এই আবৃত্তিকার দম্পত্তি অনেক উপভোগ্য আবৃত্তি-সন্ধ্যা উপহার দিয়েছেন। তাদের যৌথ শ্রুতি নাটক ‘কর্ণ-কুন্তি সংবাদ’ খুব জনপ্রিয় হয়েছিল। কুন্তী চরিত্রে গৌরী ঘোষ আর কর্ণ চরিত্রে পার্থ ঘোষ কণ্ঠ দেন। এ ছাড়াও তাদের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘দেবতার গ্রাস’, ‘বিদায়’ বিশেষভাবে সমাদৃত হয়েছিল।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্যে মৈত্রী সম্মাননা পেয়েছিলেন পার্থ ঘোষ ও গৌরী ঘোষ।
দীর্ঘদিন ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন এই বাচিকশিল্পী দম্পতি। তারা কণ্ঠমাধুর্য দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন দুই বাংলার আবৃত্তিপ্রিয় মানুষদের। দুজনের প্রয়াণে যেন একটি যুগের অবসান হল।
পার্থ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বলেছেন, ‘অতুলনীয় আবৃত্তিশিল্পী পিতৃসম পার্থ ঘোষের প্রয়াণে মর্মাহত।কিছুকাল আগে তাঁর জীবন ও শিল্পসঙ্গী গৌরী ঘোষের প্রয়াণ শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন পার্থ ঘোষ।আবৃত্তি শিল্পের একটি কালের সমাপন ঘটলো।’
এপি/