বাহাদুর শাহ পার্কে বিজয় উৎসব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাহাদুর শাহ পার্কে (ভিক্টরিয়া পার্ক) দুই দিনব্যাপী বিজয় উৎসব আয়োজন করেছে আদি ঢাকা সাংস্কৃতিক জোট। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে উৎসবের উদ্বোধন করেন জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি সালাউদ্দিন বাদল। সম্মানিত অতিথি ছিলেন মো. ফজলুর রহামান, গাজী সারোয়ার হোসেন বাবু ও নিয়াজ আহমেদ। আয়োজক সংগঠনের সভাপতি মানস বোস বাবুরামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হানিফ খান। সঞ্চালনা করেন নুসরাত ইয়াসমিন রুম্পা।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশুসংগঠন মৈত্রী শিশুদল, সীমান্ত খেলাঘর আসর, রঙ্গপীঠ শিশুদল ও শাপলা কচি-কাঁচার মেলা। সমবেত সংগীত পরিবেশন করে মহীরুহ ও জাগতিক সংগীতালয়। দলীয় নৃত্য পরিবেশন করে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)।
একক আবৃত্তি পরিবেশন করেন ফয়জুল আলম পাপপু ও মাহফুজা আক্তার মিরা। সংগীত পরিবেশন করে আরিফ রহমান, শামিম চৌধুরী শ্যামল, ঐশ্বর্য বসাক, মারুফ হোসেন, মানিক সিংহ রায়, উদয় শংকর বসাক। পথনাটক মঞ্চস্থ করে রঙ্গপীঠ নাট্যদল ও সৃজন থিয়েটার।
এপি/