পথ চলার ২৮ বছর পাঞ্জেরী পাবলিকেশনসের
দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশনসের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১৭ ডিসেম্বর)।
দীর্ঘ ২৮ বছরের পথ চলায় প্রকাশনা প্রতিষ্ঠানটির শুভনুধ্যায়ী হিসেবে থাকায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাঞ্জেরী পাবলিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক কামরুল হাসান শায়ক।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, ‘আমরা একটি স্বপ্ন বিনির্মাণে বিভোর হয়েছিলাম। বাংলাদেশের প্রকাশন সেক্টরের উন্নয়ন ও পরিবর্তনের স্বপ্নই পাঞ্জেরী পাবলিকেশনসের জন্মের প্রত্যয়। আমাদের দীর্ঘ পথ পরিক্রমায় মেধা, শ্রম ও সমর্থন দিয়ে সমৃদ্ধ করেছেন দেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষক, পাঠক, শিক্ষার্থী ও এক ঝাঁক সহযোদ্ধা। তাদের প্রতি ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।’
কামরুল হাসান শায়ক বলেন, ‘আমাদের এ পথচালায় সবার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আজ পাঞ্জেরীর জন্মদিনে সবার প্রতি শুভেচ্ছা, প্রগাঢ় ভালোবাসা।’
১৯৯৪ সালের ১৯ নভেম্বর পাঞ্জেরী জন্ম হলেও ২০০০ সালে এটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। লিমিটেড কোম্পানি হিসেবে পাঞ্জেরী পাবলিকেশনস ২২ বছর পূর্তি হলো।
এসএন/এপি/