‘লাখো শহীদের বাংলাদেশ, মুক্তির লড়াই হয়নি শেষ’
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে উদীচী কেন্দ্রীয় সংসদ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে। ‘লাখো শহীদের বাংলাদেশ, মুক্তির লড়াই হয়নি শেষ’ এই শ্লোগান ধারণ করে কেন্দ্রীয় উদীচী চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঐক্য ন্যাপ-এর সভাপতি পংকজ ভাট্টাচার্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর কন্ঠযোদ্ধা মঞ্জুশ্রী দাশগুপ্তা ও উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আলোচনা সভা সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বক্তারা বলেন, ‘বহু সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জন করা বিজয় বেহাত হয়ে গেছে। বেহাত বিজয়কে পুনরুদ্ধার করতে আবারও লড়াই করতে হবে। জনগণের পক্ষ হয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগ জাতীয় সঙ্গীত ও ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করে। পরে দলীয় এবং একক গান ও নৃত্য পরিবেশন করে তারা। অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা করে উদীচী বাড্ডা শাখা। আবৃত্তি পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগ। কেন্দ্রীয় নাটক বিভাগ ‘অজ্ঞাতনামা’ নাটক মঞ্চস্থ করে।
এপি/