শিল্পকলায় সংস্কৃতি অঙ্গনের শপথ গ্রহণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে তাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নিয়েছেন।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ হতে প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্ম হয়ে শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথ পরিচালনা করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই দৃপ্তকণ্ঠে উচ্চারণ করেন, ‘শহিদের রক্ত বৃথা যেতে দেব না-দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।’
এপি/
