রয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের টেবিল
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের নিদর্শন প্রদর্শনী জাতীয় জাদুঘরে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক নিদর্শন ও গ্রন্থের বিশেষ প্রদর্শনী’ শুরু হয়েছে। প্রদর্শনীতে উল্লেখযোগ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের টেবিল ও জাতির পিতার ৫৩টি স্মৃতি নিদর্শন।
জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বুধবার (১৫ ডিসেম্বর) এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রদর্শনীতে আরও রয়েছে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত ৩০টি পুস্তিকা, ১০টি ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময় প্রকাশিত ১৪টি পোস্টার ও রাজাকার আলবদর বাহিনীর ১৩টি পরিচয়পত্র, মুক্তিযুদ্ধে ব্যবহৃত রাইফেল, ব্রোয়িং মেশিনগানের অংশ, স্টেনগান, এলএনজি, এসএমজি, গুলির খোল, হেলমেট ইত্যাদিসহ ৫৪টি অস্ত্র। আরও রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত এবং ভারত সরকারের দেওয়া উপহার রিকয়লেস এন্টি ট্যাংক গান, মর্টার, রকেট লঞ্চার, আরপিজি এন্টি ট্যাংক, ব্রেন গান মেশিন, সেল্ফ লোডিং রাইফেল, রাইফেল ৭.৬২ এমএম-২এ (ইসাপুর), রাইফেল ৭.৬২ এমএম (বেলজিয়াম), জি৩পি৩ ৭.৬২ এমএম রাইফেল, ৯ এমএম কার্বাইন মেশিন গান, স্টেন ৯ এমএম এমকে-২সহ ১ হাজার ৫৮৮টি নিদর্শন। বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত ও জাদুঘরের লাইব্রেরিতে সংগৃহীত ৩২৩টি বই ও পত্রিকাসহ ২ হাজার নিদর্শন, গ্রন্থ ও পত্রিকা এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
প্রদর্শনী শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৫টা এবং শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী বৃহস্পতি ও সরকারি ছুটির দিন বন্ধ থাকবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এপি/