কবি ইমতিয়াজ মাহমুদ ক্যানসারে আক্রান্ত
তরুণ কবি ইমিতয়াজ মাহমুদ থাইরয়েডের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) ভারতের চেন্নাইয়ে তার শরীরে অস্ত্রোপচারের কথা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ইমতিয়াজ মাহমুদ নিজেই নিজের শরীরে ক্যানসার ধরা পড়ার খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্যানসারের বিষয়টা ডাক্তার নিশ্চিত করেছেন। কাল সার্জারি।’
ফেসবুক পোস্টে ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, ‘ভাবছিলাম, কথা না বলতে না বলতে হয়ত এমন হয়েছে। এক সপ্তাহ আগে সিটি স্ক্যান থেকে জানা গেল থাইরয়েডের সমস্যা। তারা বায়োপসি করতে দিল। রিপোর্টে ক্যান্সারের আশঙ্কা; সার্জারির পরামর্শ।’
তিনি আরও লিখেছেন, ‘পুনশ্চ এই অসুখ বিষয়ে দয়া করে কেউ মেসেঞ্জারে নক করবেন না। তেমন কিছু জানানোর মনে করলে আমি জানাব।’
তিনি আরও জানান, ‘চেন্নাইয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম তিন মাস আগে। নানা ধরনের জটিলতা ছিল। ফুসফুস, হার্ট ইত্যাদি বিষয়ক। এর বাইরে মাইনর একটা সমস্যা ছিল, কণ্ঠস্বরে। কয়েক বছর ধরেই কথা বলতে সমস্যা হচ্ছিল।’
তার এ সংবাদ শুনে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
ইমতিয়াজ মাহমুদের জন্ম ১৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিতে কাজ করেছেন বছরখানেক। ২০০৬ সাল থেকে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
এপি/এসএন