বাঙালির বিশ্ববিখ্যাত বই অবশেষে বাংলায়
বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলামের বিশ্বজয়ী বই ‘The Ultimate Fate of the Universe’ (দ্য আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স) অবশেষে বাংলায় প্রকাশিত হলো।
এবারের অমর একুশে বইমেলায় The Ultimate Fate of the Universe-এর বাংলা অনুবাদ ‘মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি’ প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন অনঙ্গভূষণ দাস। প্রকাশ করেছে ‘নাগরী’।
বইটি প্রথম বেরিয়েছিল ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। অধ্যাপক জামাল নজরুল ইসলাম তখন ছিলেন কেমব্রিজের অধ্যাপক। অবশ্য কয়েক বছর পর কেমব্রিজ ছেড়ে তিনি চলে এসেছিলেন মাতৃভুমিতে। যোগ দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাকি জীবন কাটিয়ে গেছেন সেখানেই।
‘The Ultimate Fate of the Universe’ প্রকাশের পর বিশ্বজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে জামাল নজরুল ইসলামের। পঠিতও হয় ব্যাপকভাবে।
বইটি সম্পর্কে কথাসাহিত্যিক আহমাদ মোস্তাফা কামাল লিখেছেন, ‘বইটির নাম শোনেননি এ রকম মানুষ খুব কমই পাওয়া যাবে। এত বিখ্যাত বই, অথচ বাংলায় অনুবাদ হয়নি এত বছরেও। সেই অপূর্ণতা এবার দূর হলো। অত্যন্ত জটিল বিষয় নিয়ে যথাসম্ভব সহজ ভাষায় লিখেছেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। অনুবাদও ভালো হয়েছে। আপনি যদি বিজ্ঞান পছন্দ করেন, তাহলে এই বই আপনার পাঠ তালিকায় রাখার বিকল্প নেই। আর যদি বিজ্ঞান পছন্দ নাও করেন, তবু বইটি আপনার সংগ্রহে রাখুন। কারণ বাঙালির লেখা কোনো বই এ রকম বিশ্বজয়ের ঘটনা বিরল।’
মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত জামাল নজরুল ইসলামের জন্ম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি। ২০১৩ সালের ১৬ মার্চ তার মৃত্যু হয়।
এপি/এসএ/