রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) টাঙ্গাইল জেলা শাখার ১০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি ও শামীমুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নবনির্বাচিত টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এডভোকেট সুজন মিয়া, আব্দুর রহিম রিপন, হাবীবুল মান্নান হাবীব, আনিসুল হক খান, মিজানুর রহমান মাস্টার, শামসুল হক সুজন, রুবেল খান, সোহেল রানা, নাসির হাসান, আলমগীর, মনির হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রফিকুল হাসান ভূঁইয়া, ইঞ্জি. মেহেরাব বকুল, জাহিদুল ইসলাম তরুন, সমেজ শেখ, এনামুল খান, শফিকুল ইসলাম, শামসুল হক চিশতী, আলমগীর, মিয়া মোহন, আবু রায়হান, আরিফ হোসেন, সারোয়ার হোসাইন বিপুল, জানি আলম জনি, বাবুল আহমেদ, আব্দুর রশিদ।

সাংগঠনিক সম্পাদক বাবুল ফকির, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ, মতিউর রহমান, এইচ এম সজীব, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, সোহেল রানা সরকার, কামরুল ইসলাম, শাহিনুর রহমান সিহান, সবুজ আহমেদ, সেলিম হোসেন, এসএম রাজ, রুবেল রানা, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, মোমিনুল ইসলাম, মেহেদী হাসান রাজু,

দপ্তর সম্পাদক ওরম ফারুক, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জি. কবীর হোসেন, সোহেল রানা, অর্থ সম্পাদক মাহবুব আলম লিটন, সহঅর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম শিকদার, হাফিজুর রহমান, গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক ইউসুফ হোসেন লেলিন, সহ-গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক পলাশ, আবু হানিফ রাসেল, আইন সম্পাদক এডভোকেট আসাদুল ইসলাম, সহআইন সম্পাদক এডভোকেট ফারহানা সুলতানা, মানবাধিকার সম্পাদক শামীম হোসেন, সহমানবাধিকার সম্পাদক সুরুজ জামান, সোহেল রানা, শিক্ষা সম্পাদক আবু শামা, সহশিক্ষা সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, নূর মোহাম্মদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমা আক্তার, সহনারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সোহেলী শবনম শশী, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আখতার হোসেন, সহপরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাজমুল হক, এস এম শিহাব, মুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহমুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইঞ্জি. জিন্নাহ, মিনা আক্তার, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এস বি বাবুল, সহদুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক নাঈম, হাফিজুর রহমান, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, সহধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফরমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল তালুকদার খোকন, শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহশিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবীব, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক কাউছার ভূঁইয়া, সহছাত্র বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ ইমরান, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সহযুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহ আলম শিকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবী নুর, সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শুকুর আলী, সহপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, আরমান আহমেদ, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, পারভেজ, জামিল খান জুয়েল, জাহিদুল ইসলাম, হাসান মিয়া, কিসমত খান, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। বিগত দিনে দেশ ও দেশের আপামর জনসাধারণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, সেই জায়গাটা ধরে রাখতে এবং দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে একই সঙ্গে মানুষের ভাত ও ভোটের অধিকার, জান ও জবানের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

Header Ad
Header Ad

বিএনপির নামে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: এডভোকেট আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান সতর্ক বার্তা দিয়ে বলেছেন, বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা প্রশাসনিক তদবিরে লিপ্ত হয়, তাহলে তা সহ্য করা হবে না।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "বিএনপির কেউ দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে বা ইউএনও অফিস বা থানায় তদবির করতে গেলে আমাকে রিপোর্ট করুন। আমি শুধু ব্যবস্থা নেব না, আইনগত পদক্ষেপ গ্রহণ করব।"

তিনি আরও যোগ করেন, "আগামী দিনের রাজনীতি হবে মেধা ও দক্ষতার ভিত্তিতে। সন্ত্রাসী বা দখলদার রাজনীতি চলবে না।"

সখীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মো. একাব্বর হোসেন।

অন্য বক্তারা ছিলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল।

এডভোকেট আহমেদ আযম খান সন্ত্রাস ও দখলদার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী দিনের রাজনীতি হবে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত।”

এ বক্তব্যের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতারা দলে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল

ছবি: সংগৃহীত

ভারতে প্রশিক্ষণের জন্য ৫০ জন বিচারককে অনুমতির প্রজ্ঞাপন বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়।

প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসব বিচার বিভাগীয় কর্মকর্তার প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।

আইন মন্ত্রণালয়ের নির্দেশনা বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে ১০-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদান করে বিগত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো। এর আগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই।

২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ওই সমঝোতা স্মারকের পর একই বছরের ২৯ জুলাই এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। ভারতের প্রত্যেকটা রাজ্যে একটি জুডিসিয়ারি ট্রেনিং ইনস্টিটিউট আছে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিংয়ের জন্য। ভূপালে তাদের জাতীয় জুডিসিয়ারি একাডেমি আছে। সেখানে আমাদের ১৫-১৬শ বিচারকের ট্রেনিংয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।

এরপর প্রথমবারের মতো ওই বছরের ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান বিচার বিভাগীয় কর্মকর্তারা। পর্যায়ক্রমে ইতোমধ্যে অনেক বিচারক প্রশিক্ষণ নেন।

Header Ad
Header Ad

এবার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক ‘ফ্ল্যাট বিতর্কে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নাম এবার যুক্ত হয়েছে একটি বিতর্কিত ফ্ল্যাট উপহার গ্রহণের ঘটনায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং সানডে টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সানডে টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে আজমিনা সিদ্দিককে লন্ডনের হ্যাম্পস্টেডের ফিনচলে রোডে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়। উপহারের এই ফ্ল্যাটের মালিক ছিলেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি। ওই সময় আজমিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফ্ল্যাটটির দলিলে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ নেই।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঈন গনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। ২০২১ সালে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে  বিশ্ব ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আওয়ামী লীগের সরকারের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ফ্ল্যাটটির ঠিকানা টিউলিপ সিদ্দিক ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্যবহার করেছেন। এমনকি তার স্বামীও ২০১৬ সাল পর্যন্ত এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছেন। ২০২১ সালে আজমিনা সিদ্দিক ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করেন।

টিউলিপ সিদ্দিক এই অভিযোগ সম্পর্কে সানডে টাইমসকে বলেন, "আমি আমার বোনের বাসার ঠিকানা ব্যবহার করেছি এবং সেখানে থেকেছি। এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।"

এর আগেও শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিকের নাম আরেকটি বিতর্কে আসে। ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট উপহার পাওয়ার অভিযোগ ওঠে। ওই ফ্ল্যাটটি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ উপহার দেন বলে ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিরোধী পক্ষ এটি নিয়ে সমালোচনা করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, এখানে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। তবে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপির নামে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: এডভোকেট আহমেদ আযম খান
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল
এবার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক ‘ফ্ল্যাট বিতর্কে’
এবার প্রেমের টানে নাটোরে এলেন মালয়েশিয়ার নারী
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেন প্রশাসনের
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ  
দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা
নওগাঁয় শহীদ ওয়াসিম আকরাম ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পৌর ছাত্রদল
তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি করতে পারিনি
যমুনা রেলসেতু দিয়ে ট্রেন ছুটলো ১২০ কি.মি গতিতে
৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই: ড. কামাল হোসেন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী সেপ্টেম্বরে  
প্রতিষ্ঠবার্ষিকীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, টাঙ্গাইলে গ্রেফতার ২
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া  
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ে অবস্থান, চাকরি পুনর্বহালের দাবি
এ বছরেই বড় পর্দায় হাজির হতে চান সাফা কবির
থানা থেকে আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ-মিছিল
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু