এবার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক ‘ফ্ল্যাট বিতর্কে’
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নাম এবার যুক্ত হয়েছে একটি বিতর্কিত ফ্ল্যাট উপহার গ্রহণের ঘটনায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং সানডে টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সানডে টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে আজমিনা সিদ্দিককে লন্ডনের হ্যাম্পস্টেডের ফিনচলে রোডে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়। উপহারের এই ফ্ল্যাটের মালিক ছিলেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি। ওই সময় আজমিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফ্ল্যাটটির দলিলে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ নেই।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঈন গনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। ২০২১ সালে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আওয়ামী লীগের সরকারের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ফ্ল্যাটটির ঠিকানা টিউলিপ সিদ্দিক ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্যবহার করেছেন। এমনকি তার স্বামীও ২০১৬ সাল পর্যন্ত এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছেন। ২০২১ সালে আজমিনা সিদ্দিক ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করেন।
টিউলিপ সিদ্দিক এই অভিযোগ সম্পর্কে সানডে টাইমসকে বলেন, "আমি আমার বোনের বাসার ঠিকানা ব্যবহার করেছি এবং সেখানে থেকেছি। এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।"
এর আগেও শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিকের নাম আরেকটি বিতর্কে আসে। ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট উপহার পাওয়ার অভিযোগ ওঠে। ওই ফ্ল্যাটটি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ উপহার দেন বলে ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
এ ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিরোধী পক্ষ এটি নিয়ে সমালোচনা করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, এখানে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই। তবে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।