শনিবার, ১১ মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

কবি মারুফুল ইসলামের তিনটি কবিতা

বিজয়দিবস

শব্দে শব্দে ছবি ফুটে ওঠে ওই

পুবের আকাশ চেতনার রঙে লাল

ডানা ঝাপটায় পাখিদের হইচই

জয় বাংলার হৃদয়ে রংমশাল

ভোরের জানালা খুলে দেয় চরাচর

সবুজের বিস্তারে আনন্দঢেউ

একটি শ্লোগান জীবনের বরাবর

অমন স্বপ্ন দেখায়নি আর কেউ


সাগরে সফেন গর্জন আলোড়ন

পাহাড় দাঁড়ায় মাথা উঁচু করে তার

তর্জনী তাঁর অবিনাশী আবাহন

সোনার বাংলা অনন্ত অনিবার


পুতুলের বিয়ে ভাঙবে না কোনোদিন

পুড়বে না আর দু:খিনী মার ঘর

আশ্বাসে আশা শ্বাসপ্রশ্বাসে ঋণ

শ্যামল বাংলা জননীর অন্তর


দুহাত বাড়ায় পৌষের পার্বণ

শূন্যে উড়াল নীলিমায় চাষবাস

কুয়াশায় নীল শিশিরের কম্পন

বিজয়দিবস মানবিক উল্লাস


মাটির বরন মানুষের হাতিয়ার

রোদে ঝলকায় সংগ্রামে উচ্ছল

প্রাণের আগুনে প্রোজ্জ্বল সংসার

রূপসী বাংলা কবিতায় বিহ্বল


ফিরে ফিরে শুনি নয়া জমানার ডাক

সাত কোটি থেকে ষোলো কোটি উত্তাল

এ মাটি কখনো মানে না দুর্বিপাক

বাংলাদেশের সবুজের বুকে লাল

একটি দিনের ব্যবধানে

একটি দিনের ব্যবধানে কোনোকিছু কতটুকু আর বদলাতে পারে, বলো

অথচ একটি দিনের ব্যবধানেই সবকিছু কী অপূর্ব বদলে গেল

পনেরো আর ষোলোর মধ্যে কী অশেষ পার্থক্য

না, ষোলো কোনো তারিখ মাত্র নয়

 

যেমন নয় একুশ কিংবা ছাব্বিশ

না, ডিসেম্বর কোনো মাস শুধু নয়

যেমন নয় ফেব্রুয়ারি কিংবা মার্চ

না, উনিশশো একাত্তর কোনো সাল কেবল নয়

যেমন নয় উনিশশো বায়ান্ন

গাছের রং একই রকম সবুজ

ঘাসের গালিচা একই রকম নরম

নদীর পানি একই রকম প্রবহমান

পাখির ডাক একই রকম মধুময়

কমলালেবুর ঘ্রাণও বদলে যায়নি রাতারাতি

কুয়াশায় শিশিরে একই ছায়া একই মায়া

খেজুর রসের স্বাদে একই পরিতৃপ্তি

শিশুর হাসিতে সেই আপ্লুত আনন্দ

নারীর প্রেমে সেই অনন্তের ঢেউ

জননীর আঁচলে সেই আবহমান আশ্রয়


তবু কী জন্ম আর মৃত্যুর অধিক প্রভেদ

মাত্র একটি দিনের ব্যবধানে

তবু কী জীবন আর মরণের অধিক ফারাক

মাত্র একটি দিনের ব্যবধানে

মা বদলে যায়নি

তবু আমরা পেলাম নিজস্ব দেশমাতৃকা

মাটি বদলে যায়নি

তবু আমরা পেলাম নিজস্ব মানচিত্র

বাতাস বদলে যায়নি

তবু আমরা পেলাম নিজস্ব লালসবুজ পতাকা

মানুষ বদলে যায়নি

তবু আমরা পেলাম নিজস্ব জাতি — বাঙালি

ঠিকানা বদলে যায়নি

তবু আমরা পেলাম নিজস্ব নিবাস — বাংলাদেশ

একাত্তর

হঠাৎ করেই মনে ছুটে আসে খোয়াই নদী

পাহাড়ে কিংবা সাগরে কখনো বেড়াতে গেলে

অথবা বন্দি হয়ে থাকি যদি নিজের ঘরে

একাকিত্বের পারদমাখানো এক বিকেলে


সময়টা ছিল সোনালি রুপোলি শিশুবেলার

রোদগোলা জলে অবগাহনের মন অবুঝ

নদীর কিনারে মশাল মিছিল আর স্লোগান

একাত্তরের প্রতিটা প্রহর লাল সবুজ


ছিল মৃত্যুর বৈপরীত্যে জয়বাংলা

কান পেতে পেতে স্বাধীন বাংলা বেতার শোনা

মুক্তির পথে খরস্রোতায় রক্তধারা

নয় মাস জুড়ে নয়া সূর্যের প্রহর গোনা


যখন মানুষ জেগে ওঠে প্রাণে সম্মিলিত

তখন ফুলের পাপড়িও হয় আরো রঙিন

ঈগল পাখির উড়াল ছাড়ায় ঝড়ের স্তর

গা থেকে গাছের পাতা ঝেড়ে ফেলে অলস দিন


স্বপ্নের স্মৃতি প্রিয় পৌষের রোদ পোয়ায়

পুবের দাওয়ায় জননীর কোলে নতুন ভোর

সবার উপরে মানুষ সত্য, যুদ্ধ নয়

মানবমিলনতীর্থের নাম একাত্তর

Header Ad

নওগাঁয় ভুট্টাক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন সুইচগেট এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আলেপ (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলেপ উপজেলার শ্রীরামপুর গ্রামের শমসের আলীর ছেলে।

মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ভুট্টাক্ষেতের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

তিনি আরও জানান, এবিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

৩৭ শতাংশ হজযাত্রীর এখনো ভিসা হয়নি

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ মে) থেকে। তবে বেশিরভাগ হজযাত্রীদের ভিসা সম্পন্ন না হওয়ায় দ্বিতীয় দফায় আবেদনের সময় বাড়ানো হয়েছিল শনিবার (১১ মে) পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।

হজ এজেন্সি মালিক ও ধর্ম মন্ত্রণালয় আশা করছে, শনিবারের মধ্যে বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে যাবে। অল্প কিছু বাকি থাকলে, সেটাও দু-একদিনের মধ্যে করার জন্য সময় পাওয়া যাবে। তাই ভিসা জটিলতায় কেউ হজে যেতে পারবেন না এমনটা হওয়ার সুযোগ নেই।

এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়। এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

এদিকে বৃহস্পতিবার (৯ মে) ও শুক্রবার (১০ মে) দুই দিন পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব গেছেন ৬ হাজার ৩৯২ জন যাত্রী। এর মধ্যে বৃহস্পতিবার (প্রথম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সাতটি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৭৬৯ জন যাত্রী। শুক্রবার (দ্বিতীয় দিন) ৯টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩ হাজার ৬২৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে চারটি ফ্লাইটে ১ হাজার ৬৬৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইটে ৪৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সে চারটি ফ্লাইটে ১ হাজার ৫১০ জন সৌদি আরব গেছেন। দুই দিনে তিন বিমান সংস্থার ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৩৯২ হজযাত্রী ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কোনো অভিযোগ ছাড়াই যাত্রীরা ঢাকা ত্যাগ করছেন।

এদিকে বেসরকারিভাবে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের ভিসা হয়নি তারা উৎকণ্ঠায় রয়েছেন। যদিও ধর্মমন্ত্রী আশ্বস্ত করেছেন ভিসা নিয়ে জটিলতা কেটে যাবে। ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই প্রথম দফার বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় দ্বিতীয় দফা সময় বাড়ানো হয়েছে।

ইসরায়েল বাহিনীর হামলায় গাজায় ৫০০ মসজিদ ধ্বংস, নিহত শতাধিক ইমাম

ছবি: সংগৃহীত

গাজায় সাত মাসের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও রেহায় পায়নি। এ অভিযানে শত শত মসজিদও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত বহু ইমাম এবং ধর্মবিষয়ক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ৩০০ ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে। এছাড়া তারা ৫০০ এর অধিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে। এমনকি আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ। এ তালিকায় ঐতিহাসিক আল ওমারি মসজিদও রয়েছে। শুক্রবার (১০ মে) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেতনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের এ বর্বরতা থেকে রেহায় পায়নি গির্জাও। দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোফাইরিস গির্জাসহ আরও তিনটি গির্জা ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউটও হামলার শিকার হয়েছে।
ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত। তাদের ওপর হামলা যুদ্ধাপরাধ।

তিনি জানান, ধ্বংসপ্রায় মসজিদেই তারা নামাজ আদায় করছেন। এছাড়া সেখানেই নতুন উদ্যোমে কোরআন শিক্ষা কার্যক্রমও চালু করেছেন তারা।

তিনি আরও বলেন, বিশ্বের প্রতি আমাদের বার্তা হলো আমরা সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা ও গাজায় গণহত্যা বন্ধ করার জন্য পাশে চায়। বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিত্বদের প্রতি আমাদের আহ্বান হলো আমাদের জনগণের ওপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কাজ করুন।

সর্বশেষ সংবাদ

নওগাঁয় ভুট্টাক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ
৩৭ শতাংশ হজযাত্রীর এখনো ভিসা হয়নি
ইসরায়েল বাহিনীর হামলায় গাজায় ৫০০ মসজিদ ধ্বংস, নিহত শতাধিক ইমাম
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ
নেইমার-ক্যাসেমিরোকে বাদ দিয়েই ব্রাজিলের কোপা আমেরিকার দল
আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ৬০ জনের প্রাণহানি
বৃষ্টি ভেজা স্নিগ্ধ বৈশাখের সকালের দেখা পেল রাজধানীবাসী
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল আয়ারল্যান্ড
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, দুদিন পর মরদেহ ফেরত
সব সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ফার্মেসি বন্ধের নির্দেশ
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস
আইপিএলের ইতিহাসে সেঞ্চুরির সেঞ্চুরি করলেন গিল
হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে, চতুর্থ ম্যাচেও জিতল বাংলাদেশ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের লাশ উদ্ধার
পানি শুন্য ছোটযমুনা নদীর বুকে ধান চাষ!
উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনে অর্জন দেখছে বিএনপি
ফিলিস্তিনি ভাই-বোনদের রক্ষা করুন, বললেন পলক
বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস ও রক্তপাত: ওবায়দুল কাদের
চড়া সবজির দাম, নাগালের বাইরে নিত্যপণ্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন গোবিন্দগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ