এইচএসসি ও সমমানে কোন বোর্ডে পাশের হার কত?
শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমানের ২০২৩ সালের ফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সকাল ১১টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। একই সঙ্গে স্ব-স্ব প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে।
প্রকাশিত ফলে ঢাকা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছরএইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের পাসের হার ছিলো ৮৭ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ১৪ হাজার ৫১০ জন। পাস করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী।
দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিলো ৭৯ দশমিক ০৮ শতাংশ। চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৮৭৬ জন। পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী।
সিলেট বোর্ডের ৭৩ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৪ শতাংশ। সিলেট বোর্ডে পাসের হার কমেছে। চলতি বছর সিলেট বোর্ড থেকে ৮৬ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ১২৩ জন। পাস করেছেন ৫৯ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৩২ শতাংশ। ময়মনসিংহ বোর্ড থেকে ৭৭ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৮৪৫ জন। পাস করেছেন ৫৩ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডের ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৫০ শতাংশ। চট্টগ্রাম বোর্ড থেকে ১ লাখ ৩ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাস করেছেন ৭৫ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী।
যশোর বোর্ডের ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার ছিলো ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার কমেছে। যশোর বোর্ড থেকে ১ লাখ ১১ হাজার ৩৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন। পাস করেছেন ৭৬ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী।
মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে আলিমে পাসে হার প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে। এ বছর মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী।
এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৯১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় পাসের হার ছিলো ৯৪ দশমিক ৪১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৩ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৯ জন। পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন।