মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সকাল-সন্ধ্যা অবরোধ, সাজেকে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক

সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ও সাজেকের বাঘাহাটে নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এতে পূর্ণ সমর্থন দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এদিকে অবরোধের কারণে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে প্রায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

জানা গেছে, অবরোধের কারণে সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসতে পারেনি। বাঘাইছড়ির উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, শনিবার (৮ জুন) সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে সাজেক থেকে পর্যটকরা ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি আসেনি। এর ফলে সাজেকে অবস্থানরত পর্যটক আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, গতকাল শুক্রবার এবং আজ শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে সাজেকে বেশ ভালো পর্যটক সমাগম হয়েছিল। ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে পারেননি। কবে যান চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান তিনি।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, অবরোধকারীরা খাগড়াছড়ি-সাজেক সড়কের অনেক জায়গায় গাছ ফেলে পিকেটিং করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোর সরানোর কাজ ইতোমধ্যেই শুরু করেছে। সেগুলো সরানো হয়ে গেলেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ মে দেশের সবচেয়ে বড় ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন।

ভোটের আগের দিন ‘সুষ্ঠুৃ ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আগামীকাল রোববার (৯ জুন) অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নিবার্চনে দলটি ইতিময় চাকমা অলিভ নামের এক প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বেলাল হোসেন দাবি করেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩৪ ভোট কেন্দ্রের ১৭ প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে ৮ জন করে পুলিশ এবং প্রতি ইউনিয়নে একজন করে ৯ জন ম্যাজিস্ট্রেট ও একটি করে টহল টিম মাঠে থাকবে। পর্যাপ্ত পরিমাণ আনসার ও ভিডিপি মোতায়ন থাকবে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার

ব্রিফ করছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, অতীতেও তারা এভাবে প্রোগ্রাম দিয়েছে। পুরো শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না, এমন কিছু ঘটবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনারের তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আগে ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) হিসেবে দুই বছর এখানে কাজ করেছি। সেই স্মৃতিচারণ করার জন্য এখানে এসেছি। তখন বিশাল এলাকা ছিল। এই অঞ্চলটা অত্যন্ত অপরাধপ্রবণ ছিল। কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিচরণ ছিল এই এলাকাতে। মাসখানেক আগেও মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই বৃদ্ধি পেয়েছিল। এখানে প্রয়োজনের অধিক অফিসার-ফোর্স মোতায়েন করে প্রতিদিন ব্লক রেইড দেওয়া হচ্ছে, পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে, ইদানীং ছিনতাই অনেক কমে গিয়েছে। অপরাধ বিভাগের পাশাপাশি সিটিটিসি, ডিবির টহলও জোরদার করা হয়েছে। আশা করছি ছিনতাই অচিরেই বন্ধ হবে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আগের তুলনায় এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে এখন বড় সমস্যা হচ্ছে অনেকে তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামে। ট্রাফিক বন্ধ করে মানুষের চলাচলে কষ্ট সৃষ্টি করে। অনেক দুর্ভোগ সৃষ্টি করে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা থাকে। আমি একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি, আপনারা এই কাজটি করবেন না। মানুষের অনেক কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। আপনারা দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেয়ে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের চর্চা ভালো নয়।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, সন্তান সম্ভবা নারী, অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারে না। বিদেশগামী যাত্রী সময় মতো বিমানে উঠতে পারে না। এমন কি গতকালও আপনারা দেখেছেন সিএনজি ড্রাইভাররা সকাল থেকেই ঢাকা শহরের অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহবাগে গতকালও আমি নিজে গিয়েছি, শিক্ষকদের অনুরোধ করেছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, পুলিশ আপনাদের কিছু বলবে না, কিন্তু দয়া করে রাস্তায় গিয়ে ট্রাফিক বন্ধ করবেন না।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার সুশীল সমাজের ব্যক্তিদের পুলিশি সেবা সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শের কথা শোনেন ও তারা আগের পুলিশের চেয়ে বর্তমান পুলিশের প্রশংসা করায় তিনি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Header Ad
Header Ad

হারের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে ব্যর্থতার স্বাদ নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ। প্রস্তুতির জন্য পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে মাঠে নামলেও টাইগারদের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত তারা হারের মুখ দেখে।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে, দুবাই অ্যাকাডেমি মাঠে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে, ব্যাটিং অর্ডারে ব্যর্থতা এবং শট নির্বাচনে ভুলের কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২০ ওভারের মধ্যে ২০২ রানে অলআউট হয়ে যায়।

শুরু থেকেই টাইগার ব্যাটাররা চাপের মধ্যে ছিলেন। ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, তারা বড় রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত, ২০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান 'এ' দল, ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচটি জিতে নেয়।

ব্যাটিং বিপর্যয়ের পর, ছোট লক্ষ্য ডিফেন্ড করার চেষ্টা করেও বাংলাদেশ বোলাররা ভালো শুরু দিলেও শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি। পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে ৪২ রান করে ২ উইকেট হারায়, এবং তারপরও টাইগার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে কাজ চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে।

এর আগে, বাংলাদেশ দলের ওপেনাররা ব্যর্থ হলে, মিডল অর্ডারেও চাপ তৈরি হয়। নাজমুল শান্ত ১২ রান করে ফিরে যান এবং সৌম্য সরকার ৩৫ রান করে আউট হন। মেহেদী মিরাজ সর্বোচ্চ ৪৪ রান করেন, তবে মুশফিকুর রহিম, জাকের আলী এবং রিশাদ হোসেনদের ব্যর্থতার কারণে রান সংগ্রহ করতে পারিনি টাইগাররা।

তবে, তানজিম সাকিব ও নাসুম আহমেদের শেষ মুহূর্তের কিছু ভালো ব্যাটিং ২০০ রান পার করতে সাহায্য করে। পাকিস্তান দলের শাহিনসরা উসামা মীরের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে চাপে ফেলেন এবং ৪ উইকেট নেন।

Header Ad
Header Ad

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫২৯ জনকে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টা ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশেষ এই অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেগুলোর মধ্যে আছে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় স্থানীয় বাসিন্দারা।

এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার
হারের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯
ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫
‘জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, অবিলম্বে নির্বাচন দিতে হবে’
নতুন ছাত্রসংগঠন গঠনের পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ
ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে: তারেক রহমান
১৬ মাস পর পেনাল্টি থেকে গোল করে নেইমারের উচ্ছ্বাস
৪ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার
বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু সহ ৪ বিজেপি বিধায়ক
'কী আর বলবো, যেই লাউ সেই কদু': আদালতে ইনু
জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
টাঙ্গাইলে যুবলীগ নেতা ভূইয়া হাবিব গ্রেফতার
বন্ধুত্ব চাইলে দাদাগিরি বন্ধ, তিস্তার পানি ছাড়া বন্ধুত্ব নয়: ভারতকে ফখরুলের হুঁশিয়ারি
রাতের খাবার দেরিতে খেলে হতে পারে যেসব সমস্যা
গবেষণায় এগিয়ে বাকৃবি, কৃষি ও প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৮৭ জনের চাকরির সুযোগ
২৫ ডিগ্রির নিচে এসি চালালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
নির্মাতা রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা
জুলাই আন্দোলনে একক মাস্টারমাইন্ড ছিল না: শিবির সভাপতি