বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কেবল মজা

 

স্টামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদশের ব্যাচ ৫৫; সাংবাদিকতা ও গণমাধ্যমের ছাত্র, ছাত্রীরা, অন্যদের সাড়া না পেয়ে মোট ১২ জন চলে গিয়েছেন কক্সবাজারে। দূরদর্শন গ্রুপের সেই একটি মোটে দিনের অতি চমৎকার ভ্রমণের গল্পটি ছবি তুলে লিখেছেন হাবিবুর রহমান

মিউজিক ভিডিওটি দারুণ। বিশ্বের সবচেয়ে বড় সাগর সৈকত বানানো অভিনব ও আধুনিক এই গানের চিত্ররূপ। সুর খুব অসাধারণ। শুরু হয়েছে কক্সবাজার। তীর ধরে সাগরের সঙ্গে মিলতে ছুটে চলছেনে দারুণ খুশিতে পাঁচটি ছেলেমেয়ে। তাদের পরণে টি-শার্ট, জিন্স। সাগর, তীর, আশপাশের গ্রামীণ পাহাড়ি পথ, চাঁদের গাড়ি-সবই ধীরে, ধীরে দেখাতে শুরু করলোন তারা। ডেকে আনছেন অন্য সবাইকে গানে-‘আহ্বানে/একসাথে/জেগে উঠি/বন্ধুত্বের শ্লোগানে/চলো মেলে দেই পাখা/ অভিমান ভুলে বন্ধুত্বের ছবি আঁকি/নেচে যাই গানে/ভেসে যাই সুরে/সব ভুলে একসাথে/বন্ধু, আমরা সবাই বন্ধু।’ আস্তে, আস্তে তাদের সংখ্যা বাড়ছে। জে এস শাহেদ ও নাসির হাসানের এই গানটি খুব ভালো লাগলো আফসানা রুবির। ও আমাদের বন্ধু। বাংলাদেশের গর্ব কক্সবাজারে বানানো মিউজিক ভিডিও দেখে দারুণ অবাক। খুব ইচ্ছে, আমাদের ব্যাচের সব বন্ধুকে নিয়ে বেড়াবে কক্সবাজারে। আমরা মানে স্টামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদেশ’র সাংবাদিকতা ও গণমাধ্যমের; ৫৫ ব্যাচের ছাত্র, ছাত্রী।
ওর আলাপের শুরু হলো তখন-সেমিস্টারের পরীক্ষা শেষ হতে আরো দুটো বিষয় বাকী! তর সইলো না ঘরবন্দীনির। সামান্য একটি দিনের জন্যও কী কোথাও বেড়ানো মানে কক্সবাজারে ঘুরে আসতে মানা আছে? প্রথম আলাপ করলো সাকিবের সঙ্গে। দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয়টির মধ্যে ‘দূরদর্শন ৫৫’ নামে আমাদের ব্যাচ পরিচিত। তবে নানা কাজে-প্রধানত বিভিন্ন পত্রিকাতে প্রদায়ক সাংবাদিকতার সূত্রে অন্য কোনোতে তেমন সময় নেই কারো। ফলে ব্যাচ ঘোরাঘুরিতে অন্যদের চেয়ে পিছিয়ে। ‘সেমিস্টারের ছুটির এই সময়টি কাজে লাগানো যেতে পারে’-আলাপের পর বললো দীপ্ত। আলাপ পথ ধরে আরো এগুলো। আগে পুরোনো ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা ছাড়া ব্যাচ বন্ধুদের কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। কয়েক দফা চায়ের দোকানে গল্পের পর অবশেষে এই ঐক্যমত হলো যে-শুক্রবার সন্ধ্যায় ‘৫৫ ব্যাচ’ বেরিয়ে পড়বে। দূরদর্শনের সবাই যাবে কক্সবাজারে।


আমাদের ফেইসবুক গ্রুপে পোষ্ট দিয়ে আরো কনফার্ম করা হলো। তবে রুবির ভেতরে হতাশা জন্ম নিলো। কেননা, সময় গড়িয়ে গেল, মোটে দুটি দিন বাকি; তারপরও অন্যদের গরজ নেই। রেগে শেষমেষ তার পোষ্ট, চমকে দিলো অন্যদের-‘কক্সবাজার ট্যুর হবে না।’ আশেক, দীপ্ত ও সোহান লেগে গেল ম্যানেজে। তিনের সম্মিলিত অনুরোধ-ব্যাচ ট্যুর হবেই, যেতেই হবে। ছড়ালো অন্যদের মাঝেও। মন ভালো হলো রুবির। কাজের কাজীদের আলাপ কাজে এলো। ব্যাচ চূড়ান্ত করলো ফের-ট্যুর বন্ধ করা যাবে না। দুজন হলেও বেড়াতে যাবে।
আমি হাবিবের যাবার ইচ্ছা খুব। অন্যকে সহযোগিতা করার সুনামও অনেক আছে। তবে পরিবার ও নিজের নানা ঝামেলায় বরাবরের মতো সিদ্ধান্তহীনতায় ভুগছি। জানের দোস্ত সাগরেরও ঠিক-ঠিকানা নেই। যার মাথা থেকে এসেছে সবার ইচ্ছেটি-সেই রুবি আমাদের আরো বিপদে ফেলে দিল ফাইনাল মোমেন্টে। ফ্যামিলি থেকে যেতে দেবে না। কয়েকবার বোঝানো হলো- তোকে যেতেই হবে, তোর মাথা থেকেই তো এসেছে। তোকে ফেলে কীভাবে যাবো আমরা? নড়ে বসলো বন্ধুটি। দুলাভাই পলাশ ভাইকে বুঝিয়ে শেষ মুহূর্তে অনুমতি আদায় করে নিলো। একেই বলে নারী জাগরণ!

আমার পেছনে লাগলো সুমনা। ট্যুর কী, কেন জরুরী, সবার সঙ্গে কেন যেতে হবে-এ বিষয়ে অনেক জ্ঞান, বাণী ও আলাপ হলো দুই বন্ধুর। শেষে বললো, ‘দোস্ত, পরিবারে কোনো না কোনো সমস্যা সব সময় থাকে। আমাদের মেয়েদের তো এসব ঝামেলা ঘাড়ে নিয়েই বাঁচতে হয়। এমনভাবে সবাই মিলে বেড়াতে যাওয়া কিন্তু সবসময় হবে না। আবার কবে যেতে পারবো কে জানে? মনে হয় না পারবো। চল যাই। খুব ভালো লাগবে।’ তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলাম মনের গভীরে-বাসায় যাই হোক, আমি যাবো।

সেদিন সন্ধ্যায়ই বাসের কাউন্টারে সময় মতো হাজির। ছবি তুলি বলে এই বিষয়ে আমার খুব সুনাম আছে। অন্যদের কখনো ফটোগ্রাফাররা বিপদে ফেলে না। তাদের ধাতে নেই। নিয়ন আলোয় বাস কাঊন্টারে আছি। রুবি, সাগর, আশেক, সাকিব, দীপ্ত, সুমনা, সোহান, রাব্বি, সজীব, সুমন, ঐশী-সবাই চলে এসেছে। মানস রায় আছে কক্সবাজারে। ফলে আমাদের কলিজার জোর অনেক বেশি। বলে রেখেছে, ‘কোনো ভবনা নেই, কেবল চলে আয়। পা রাখার পর থেকে দেখবি আমি তোদের জন্য কী করি।’

বাসে চড়ে বসার আগে আড্ডাটি জমে গেল। বাস ছাড়লো রাত ৯টায়। আগে জম্পেশ আড্ডা ও খাওয়া হয়েছে সবার। রাতের খাবার এত মজা করে ঢাকার বিভিন্ন বাসা, বাড়িতে ফ্ল্যাট ভাড়া করে মেস বানিয়ে থাকা এই অভাগার দলের অনেক দিন হয়নি। বান্ধবীরা খোঁজ খবর নিয়েছে, ভালোভাবে খাইয়েছে। তাই আমার মতো পেটুকদের মন খুব ভালো। অন্যদেরও।

আকাশে চাঁদ, বাতাসে ভেসে বেড়ানো কুয়াশার সঙ্গে প্রতিযোগিতা করছে দূরপাল্লার বাস। দূর গন্তব্যের দিকে টানা ছুটে চলা গাড়িতে প্রায় সব বন্ধু একসঙ্গে আছে। আমার মনটিতে অদ্ভুত ভালো লাগা। এই পথে সবসময় গ্রামের বাড়িতে যাই কিন্তু আজ তো যাচ্ছি বেড়াতে। আমার ভার্সিটির সবার সাথে। যাদের নিয়ে প্রায় দিন পড়ালেখা করি, আড্ডা ও ক্লাস করি। কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা সেতুর ওপর থেকে নিভু, নিভু জ্বালানো বাতিগুলো অনেক দূর থেকে দেখছি। এই জেলে নৌকাগুলো আসা-যাওয়ার পথে অনেকবার আগ্রহ নিয়ে দেখেছি। প্রতিবারই মনের গহীনে ছবি আঁকা হয়ে গিয়েছে। তবে আজ কেন মন আরো উদাসী হয়ে গেল।

মাথায় একটি আইডিয়া খেলে গেল, আমাদের ট্যুরের জন্য ফেইসবুকে একটি পেইজ খুললে কেমন হয়? গ্রুপের নাম দিলাম, ‘হারিয়ে যাওয়ার পথে।’ গলা খুলে, চিৎকার করে সংবাদটি দিতে দেরি করলাম না। তবে এখানে, সেখানে; সিটে, সিটে; চলার পথেও আড্ডায় ব্যস্ত বলে ফেইসবুকের মতো অভিনব ও দারুণ আগ্রহের বিষয়ে প্রথমবারের মতো কারো কোনো আগ্রহ দেখলাম না। আমার মতো চমকহীন মানুষকে ওরা চমকে দিলো! একেই বলে গন্ডারের গায়ে লাঠির খোঁচা। ফলে কাজ ফেলে যোগ দিলাম বন্ধুদের দলে। আড্ডা কখন যে সকালকে ডেকে নিয়ে এলো বুঝতেই পারলাম না।

সকাল ৮টায় দূরদর্শনের পা পড়লো বিখ্যাত, সুপ্রাচীন কক্সবাজারে। মানস আগেই চলে এসেছে। রিসিভ করার তর সইছে না তার। ওকে নিয়ে সুগন্ধা ব্রিজের পাশের হোটেলে উঠলাম। বিশ্রাম বলতে বাক্স-পোটরা মানে কাঁধের ভার্সিটির ব্যাগগুলো এখানে, সেখানে ভালোভাবে রাখা। কানে আসছে সাগরের ডাক। ফলে দৌড়ে বেরুলাম। নীল আকাশের নিচ দিয়ে উড়তে, উড়তে চলে গেলাম অপরূপ, অসীম ঢেউয়ের রাজ্যে। তার কোলে গ্রাম থেকে আসা প্রায় সবার দলের ১২ জন হারিয়ে গেল সাঁতারে। যারা সাঁতরাতে পারে না, ওরা লাইফ জ্যাকেট পরে আছে। মুগ্ধতা, জলের প্রতি ভালোবাসা, বাংলাদেশের জন্য গর্ব ও বিশাল বিশ্বের অপার টানে হারিয়ে গেলাম প্রতিটি তরুণ প্রাণ। একে, অন্যের খেয়ালও রাখছি। এসব কাজে আমার মতো দুয়েকজন আছে খুব আগ্রহী। তাতে মেয়েদের কোনো ক্ষতি হলো না। কোনো অসুবিধা নেই, বরং কেবল মজা; বঙ্গোপসাগরের সাদা ঢেউয়ে শরীর ভিজে আছে। পানিতে নাচানাি তে কী যে শান্তি-বলে বোঝাতে পারবো না। লিখে তো নয়ই।

পেলাম বঙ্গোপসাগরের আলোকচিত্রীদের। অভাবী মানুষগুলো সাগরের মায়ায় পড়ে আছেন। সাগর জলের কত না আনন্দ, বেদনার স্বাক্ষী এই নির্বাকরা। সাগর যাদের রক্ষাকর্তার সামান্য কিন্তু অসামান্য দায়িত্বভার দিয়ে রেখেছে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। কথা বললো অন্যরাও।  সাংবাদিকতার ছাত্র, ছাত্রী-আমি নিজে ছবি তুলি; এটাই পেশা করতে চাই; আমরা নিয়ে আসা ক্যামেরায় তাদের ছবি তুললাম। সাগরের দুঁদে ফটোগ্রাফাররা আমাদের আশপাশে ঘুরে, ঘুরে দেখছেন। আমাদের ছবি তোলা ভালো লাগছে তাদেরও। তাদেরই একজন আমাদের ছবিটি তুলে দিয়েছেন।

টিপ, টিপ বৃষ্টি নামতে লাগলো। আমার ক্যামেরা তো বাঁচাতে হবে। তাই তাড়া শুরু করে দিলাম। আরেকজনও তাই করলো। ফলে হোটেলে ফিরে এলো ভিজতে, ভিজতে; নাচার তরুণের দল। দুপুরটি খুব জমলো। আড্ডা টানা; খাওয়াও জম্পেশ। আমরা ছবি তুলছি; সেলফিতে ব্যস্ত অন্য সব নবীনতম সাংবাদিকের দল। কেউ কারো চেয়ে কম যাই না। খারাপ ছবি তুলেছে, কেউ বলতে পারবে না; আবার জ্ঞানেরও কোনো বিরাম নেই। গল্পের নেই কোনো শেষ। সেগুলো পরে রুবি, সুমন, সাকিব, আশেক আর অন্যদের অবসরে চলে এলো ফেইসবুকে। তাতে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের অন্যদের বুকে জ্বালা ধরেছে।

প্রেম, আড্ডা, এখানে, সেখানে বেড়ানো; এর-তার গল্প; সামান্য বিরতিতেই বঙ্গোপসাগরের ডাকে সাড়া দেবার জন্য চলে যাচ্ছে সবাই; একা ও কয়েকজন-মিলে; চা, কফি, ফাস্টফুডের নানা বাহার বাড়ছে ক্ষণে, ক্ষণে; পেট পুরে খাওয়া হলো। এসব খেতে এবার আমাদের অরুচি ধরলো! সময়ের আর কোনো হিসেব নেই। পত্রিকা, অনলাইনের সময় ধরে ছুটে যাওয়া তরুণ প্রাণের বাজি এখন থেমেছে। ফলে খেয়ে-দেয়ে; হোটেলের মজার খাবার; আমরা প্রায় ১১টায় চলে গেলাম ভয়ংকর দানবের ডাকে সাড়া দিতে দুরু, দুরু বুকে।

কালো অসীম, বিপুল গজনে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন নদীর বুকে বেঁচে থাকা অ্যানাকোন্ডা আমাদের জন্য অপেক্ষা করছে গিলে খাবে বলে। আমাদের তো পরোয়া কোনোকালে ছিল না, তার কাছে চলে গেলাম আড্ডা দিতে! বঙ্গোপসাগরের ওপরের তারার মেলা দেখেছেন কখনো? সেই তারাদের কাছে যাওয়া যায় না জানেন কী? সাগরের গর্জনের ভেতরেই গান আর আড্ডা চলছে। প্রবল বাতাসে, দিনে যেহেতু বৃষ্টি হয়েছে; তাই বেগ আছে বেশি; সাগরের ডাক শুনতে কী যে ভালো লাগছে।


সাগরের পাড়ে, পাড়ে প্রতিরক্ষা বাতিগুলো আলো বিলিয়ে চলেছে; চারপাশকে চিনিয়ে দিচ্ছে; আলোকিত বাতিতে সাগরের ঢেউগুলো দেখতে খুব সুন্দর হয়ে আছে। ফলে ছোট, ছোট দলে বেড়ানোর মানা নেই-দলটি এখন বাঁধনহারা হয়ে গেল। ভোর চারটে যে বেজে গিয়েছে কারোর কী কোনো খেয়াল আছে? এত রাতে সাগর পাড়ে আমরা! নিজেরই অবিশ্বাস লাগছে। ডেকে, ডেকে ফেরাতে গিয়ে গলা ভেঙে গেল। হোটেলে পৌঁছে টেবিলগুলোর ওপর রাখা খাবার খেয়ে ঘুম দিলাম।

পরদিন সকালের সিডিউল ধরতে কোনো অসুবিধা হলো না আমাদের কারো; লেখালেখির সূত্রে, অনলাইন গণমাধ্যমগুলোতে ভিডিওগ্রাফির কল্যাণে। তাই খেয়েই ছুটলাম চাঁদের গাড়ির দিকে। এখানে চলাফেরার প্রধান বাহন পুরোনো আমলের ব্রিটিশদের জিপগুলো। ছাল-বাকড় নেই, নেই কোনো দরজা জানালা। বিখ্যাত ইনানী বিচ ধরে এগিয়ে চলেছি একটি পুরোনো ধুঁকে, ধুঁকে নয়; অভিজ্ঞ ও বহুকালের ড্রাইভারের বহুকালের স্বাক্ষী গাড়িতে বসে। পথের দুই ধারে পাহাড়, মাঝে পিচঢালা পথে ছুটছে বাহন। দেখছি আর গাইছি। গানই যে ভুলে যাচ্ছি।

নেমে ছবি তোলা হলো। কক্সবাজার নারকেল গাছের জন্য বিখ্যাত। ফলে ডাব খেতে নেমে গেলাম সস্তায়। আমরা তো সস্তার দলের মানুষ। খরচ কম তো আছি, খরচ বেশি তো আমাদের দেখা মেলে না। তারপর আবার হোটেলে ফিরলাম। গোছল সেরে ভালোভাবে খেয়ে পেটপূজা হলো। বিশ্রাম।

মন খারাপ করে দিলো সন্ধ্যা নেমে। সাগর ডাকছে, তবুও বাসে চড়তে হলো। টানা ঘুম, কখনো জেগে, জেগে আশপাশের অপরূপ কুয়াশায় ঢাকা বন-বনানী, ছোট, বড় গাছের সারির দ্রুততম গতিতে পেছনে পড়ে যাওয়া; গরীবের কুঁড়ে ঘর, নিম্মবিত্তের মাটির, ছনের ঘর, মধ্যবিত্তের টিনের ছাদের দালান, বড়লোকের আলিশান বাড়ি; একজন, দুজন পথচলতি গরীব, গরু, ছাগল; বাড়ির কুকুর, বেওয়ারিশ মানুষ আমাদের পেছনে পড়তে লাগলেন।

মাঝ রাতে খেতে এক ভালো হাটেলে। মন ভরে পেট ভরালাম, একে অন্যের সহযোগিতায়। তারপর সব জীবনের ডায়েরিতে লিখে রেখে আমরা ফিরলাম বাসায়।

ওএস/৩১-১-২০২২।

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪