সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ট্রাভেল কার্যক্রম নিয়ে যাত্রা শুরু ‘হুররে’র

দেশের ট্রাভেল এক্টিভিটি মার্কেট এর ৯০ শতাংশেরও বেশি বুকিং হয় অফলাইনে। প্রযুক্তির দিক দিয়ে দেশ এবং পৃথিবী অনেক এগিয়ে গেলেও আমাদের দেশের ট্রাভেল এক্টিভিটি মার্কেটে প্রযুক্তির ছাপ পড়েছে কমই। আজকে আপনি যদি বান্দরবনে কোনো এডভেঞ্চারে যেতে চান অথবা সাজেকে বেড়াতে যেতে চান তাহলে এইসব ট্যুর বা সার্ভিস খুব সহজে কিন্তু অনলাইনে বুক করতে পারবেন না। হয় আপনাকে কোনো ট্রাভেল এজেন্সির সহায়তা নিয়ে তাদের অফিসে গিয়ে দেখা করে বুক করতে হবে অথবা বিকাশে বা অন্য কোনো ভাবে পেমেন্ট করে বুক করতে হবে।

কিন্তু এই কাজটিই সহজ করে দিচ্ছে অনলাইন মার্কেট প্লেস হুররে। একদল তরুণ উদ্যোক্তা এই মার্কেট প্লেস তৈরি করেছেন। hurraayy.com থেকে আপনি খুব সহজেই কাংক্ষিত এডভেঞ্চার বা ট্যুর নির্বাচন করে নিরাপদ পেমেন্ট গেইটওয়ের মাধ্যমে পেমেন্ট করে বুক করে ফেলতে পারেন!

বাংলাদেশের অফলাইন ট্রাভেল এক্টিভিটি (এডভেঞ্চার,ক্যাম্পিং,ট্যুর ইত্যাদি)মার্কেটকে ডিজিটাল করার প্রত্যয় নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করলো ঢাকার ট্রাভেলভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ হুররে Hurraayy.

ভ্রমণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো থাকার জায়গা। বাণিজ্যিক হোটেলগুলো দীর্ঘদিন যাবত এই চাহিদা পূরণ করে আসছিল। কিন্তু মানসম্পন্ন বানিজ্যিক হোটেলের সংকট আর অত্যাধিক মূল্যের কারনে ক্রমবর্ধমান ভ্রমণপিপাসুদের চাহিদামত থাকার জায়গার সংকট সৃষ্টি হয়েছে। এইসব বিবেচনা করে হুররে তৈরি করেছে হোম শেয়ারিং প্লাটফর্ম, যেখানে থেকে ট্রাভেলাররা খুব সহজেই বাসা কিংবা এপার্টমেন্ট সংক্ষিপ্ত সময়ের জন্য ভাড়া নিতে পারেন। এইসব ব্যাক্তিগত বাসা বা এপার্টমেন্ট ব্যায়বহুল হোটেল এর তুলনায় হবে অনেক সাশ্রয়ী।

হোম শেয়ারিং এ যেমন ট্রাভেলাররা উপকৃত হচ্ছেন একই সাথে যারা শর্ট টার্মে ভাড়া দিচ্ছেন তারাও আয় করতে পারছেন। বহির্বিশ্বে এই হোম শেয়ারিং এর ধারণা নতুন না হলেও বাংলাদেশে এটা মোটামুটি নতুনই বলা চলে।

হুররে'র প্রতিষ্ঠাতা হাসান শহীদ

হুররে’র শুরু যেভাবে

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা হাসান শহীদ ভ্রমণ করতে খুব ভালোবাসেন। এই শতাব্দীর শুরুর দশকে ঘুরে বেড়িয়েছেন যুক্তরাজ্যে। বাংলাদেশের অলিগলি তো জানাই ছিলো তার। হুররে এর কাজ শুরু করার কিছুদিন পরে তারই বন্ধু শফিউল আলমকে এরকম একটি ধারণা প্রস্তাব করার সাথে সাথেই রাজি হয়ে যান শফিউল। যুক্ত হলেন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে।

শফিউল বলছিলেন, ‘যখন হাসান বললো যে দেশের ট্রাভেল সেক্টরে এরকম একটা বিপ্লব ঘটানো সম্ভব তখন আমি না করিনি। সানন্দে রাজি হয়েছি। আর তাছাড়া হাসান আর আমার মধ্যে বোঝাপড়া চমৎকার বিধায় একসাথে অনেক দূর যাওয়া সম্ভব বলেই আমি বিশ্বাস করি’।

হাসান শহীদ কাজ করেছেন যুক্তরাজ্য আর বাংলাদেশের খ্যাতনামা কোম্পানীগুলোতে। কাজ করেছেন গ্লোবাল টেলিকম জায়ান্ট হুয়াওয়েতে, ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন বাংলাদেশের সফটওয়ার জায়ান্ট ডেটাসফট-এ। টেকনোলজি এবং ব্যাবসায় নেতৃত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা হাসান বলছিলেন ‘একদিকে আমরা দুজন একসাথে যেমন প্রচুর ভ্রমণ করি অন্যদিকে আমাদের আছে প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতা। এই দুইয়ের মিশেলে আমরা বিশাল কিছু করার চেষ্টায় আছি। আমরা ভ্রমণ করার সমস্যাগুলো ধরতে পেরেছি এবং প্রযুক্তি দিয়ে কিভাবে এগুলো সমাধান করা যায় সেটাও বুঝতে পারছি। এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে?’।

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়তে অভিজ্ঞতার বিকল্প নেই। মজার ব্যাপার হচ্ছে হাসান আর শফিউলের ঝুলিতে রয়েছে প্রযুক্তি আর প্রযুক্তিভিত্তিক ব্যাবসা নিয়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা।

হুররে'র সহ-প্রতিষ্ঠাতা শফিউল

শফিউল আলম দীর্ঘদিন কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় কোম্পানী লিডস কর্পোরেশন-এ। সফটওয়ার ডেভেলাপমেন্ট, প্রজেক্ট ম্যানেজম্যান্ট থেকে শুরু করে মেন্টরশিপ সবই করেছেন সফলতার সাথে।

কিন্তু এত কিছু থাকতে কেনই বা ট্রাভেল নিয়ে কাজ করা? এমন প্রশ্নে হাসান শহীদ শুনালেন তার বাজে অভিজ্ঞতার একটা গল্পঃ ‘২০১৯ সালে একবার দুই বন্ধু মিলে বান্দরবনে একটা এডভেঞ্চার সফরের পরিকল্পনা করলাম। যেহেতু অনলাইন কোনো প্লাটফর্মে বুকিং করা যাচ্ছিলো না তাই ফেইসবুকভিত্তিক এক গ্রুপ খুঁজে পেয়ে তাদেরকে নক দিলাম। তাদের কথানুযায়ী পেমেন্টও করলাম, কিন্তু তারপর থেকে তাদের ফোন বন্ধ, গ্রুপের এডমিন উধাও! এরপরেই মনে হলো যে ট্রাভেল এক্টিভিটি মার্কেট নিয়ে একটা কিছু করতে হবে’।

সারা বিশ্বের মার্কেট যেভাবে প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদেরকেও সেভাবে এগোতে হবে এটা জানিয়ে শফিউল যোগ করেন ‘আমাদের পুরো এক্টিভিটি মার্কেট ম্যানুয়াল প্রসেসে চলছে। পেমেন্ট হচ্ছে ম্যানুয়ালি, বুকিং এর বিস্তারিত কিছু জানা যায় না, কোনো প্রমাণ থাকে না। তাছাড়া সর্বোপরি প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। তাছাড়া দেখুন আজ যদি আপনি দেশের কোনো জেলা শহরে বেড়াতে যান তাহলে উপযুক্ত থাকার জায়গা পাবেন না। আমরা চাই ট্রাভেলাররা সহজে ভ্রমণ করুক আবার যারা রুম বা বাসা ভাড়া দিবে তারাও যেন আর্থিকভাবে উপকৃত হয়’।

হাতে গোনা কয়েকটি কোম্পানী অনলাইনে সার্ভিস দিচ্ছে। কিন্তু সেটাও মোট মার্কেট সাইজের ১০ শতাংশেরও কম। এখানে কাজের সুযোগ অনেক বেশি জানিয়ে হাসান বললেন ‘শুধু ফেইসবুকভিত্তিক গ্রুপগুলোতেই প্রতিদিন যে পরিমাণ লেনদেন হয় সেটা নিয়েই কাজ করার আছে অনেক। এই এক্টিভিটি মার্কেট বিশৃংখলায় ভরপুর, এখানে আমরা কিছু প্রসেস দাঁড় করাতে চাই, যেন মনে হয় এখানে শৃংখলা আছে। গেস্ট যাতে বুকিং করতে আস্থা পায় সেই চেষ্টাই করছি’।

 

মার্কেটপ্লেইস হিসেবে যেভাবে এগোচ্ছে হুররে

Accommodations, Adventures এবং Experiences এই তিনটি ভার্টিক্যাল নিয়ে হুররে সার্ভিস দিয়ে যাচ্ছে। বলে রাখা ভালো হুররে কিন্তু কোনো ট্রাভেল এজেন্সি নয়, তারা নিজেরা ট্রাভেল ব্যাবসা করতে চায় না বরং হুররে হচ্ছে একটি টেকনোলজি স্টার্টআপ যারা ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড, ট্যুর অপারেটর এর ব্যাবসা কে ডিজিটাল করছে, ট্রাভেলারদের সাথে তাদেরকে অনলাইনে কানেক্ট করিয়ে দিচ্ছে। ট্যুর এজেন্সি বা ট্যুর গাইড এই ক্ষেত্রে বিক্রেতা আর ট্রাভেলাররা হচ্ছেন ক্রেতা। আর হুররে হচ্ছে একটা কমন প্লাটফর্ম।

‘একোমোডেশন’ এর ক্ষেত্রে কেন ব্যাক্তিগত বাসা বাড়ি বা আপার্টমেন্টকে হুররে বেছে নিয়েছে সে প্রসঙ্গে হাসান বলছিলেন ‘হোটেল কিন্তু দিনকে দিন ব্যায়বহুল হচ্ছে, তাছাড়া হোটেল এর অবস্থান বাণিজ্যিক এলাকায় হওয়াতে অনেকেই পরিবার নিয়ে সেখানে থাকতে চান না। আবার হোটেল এর অবস্থান অনেক সময় ভ্রমনকারীদের পছন্দসই জায়গায় হয় না, অন্যদিকে বাসা বাড়ি কিন্তু সুবিধাজনক সব জায়গায়ই রয়েছে যেটা আমাদের মতে একটা বিশাল সুবিধা! তাছাড়া স্থানীয় মানুষকে জানতে হলে, তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে খেতে হবে, তাদের সাথে যুক্ত থাকতে হবে।’ হোম শেয়ারিং এর ফলে বাসা-বাড়ির মালিক যেমন শর্ট টার্মে ভাড়া দিয়ে উপকৃত হচ্ছেন, ঠিক তেমনি ভ্রমণকারীরাও পছন্দসই জায়গায়, কম খরচে থাকতে পারছেন।

হুররে সম্পর্কে আরো জানতে ভিজিট করুন

হুররে এর এডভেঞ্চার হচ্ছে সেইসব ট্যুর বা এক্টিভিটি যেগুলো একদিনেরও বেশি সময় ধরে চলে। এডভেঞ্চারে সাধারণত থাকা, খাওয়া, সকল প্রকার পরিবহন অন্তর্ভূক্ত থাকে। একেবারে টোটাল একটা প্যাকেজ। প্রতিটি এডভেঞ্চার এর জন্য একজন হোস্ট থাকেন যিনি ট্যুর এর সবকিছু ম্যানেজ করেন, সব সময় সাথে থাকেন।

ভ্রমণ বলতে আমাদের দেশের অধিকাংশ মানুষ শুধু বুঝেন কক্সবাজার এ গিয়ে হোটেলে থাকা আর সৈকতে নামা- এই ধারণাকে পরিবর্তন করতে চায় হুররে।

শফিউল বললেন ‘ট্রাভেল এক্টিভিটি বলতে যে একটা জিনিস আছে সেটা আমরা জানিই না!’

হাসান যোগ করলেন ‘আমরা অনেকে জানিই না যে এডভেঞ্চার ট্রাভেল বলতে একটা জিনিস আছে। ট্রেকিং করতে করতে গহীন অরণ্যে পৌছে যাওয়া যায়, লোকালয়ের বাইরে যে অসাধারণ একটা জীবন আছে সেটা পাহাড় কিংবা পর্বত অভিযানে না গেলে বোঝা যায় না! তাছাড়া পর্বতারোহনের মতো চিত্তাকর্ষক বিষয়কে আমরা জনপ্রিয় করতে চাই।’

দৃষ্টি যখন অনেক দূরে

দেশের মার্কেট দিয়ে যাত্রা শুরু করলেও হুররে এর দৃষ্টি কিন্তু অনেক দূরে। সফটওয়্যার এর উপর ভিত্তি করে সার্ভিস দেয়ার সুবিধাটা হচ্ছে আপনি বাংলাদেশে বসেই অন্য দেশে ব্যবসা প্রসারিত করতে পারবেন। হুররে চায় বাংলাদেশের গন্ডি পেরিয়ে এটিকে এশিয়া ইউরোপে ছড়িয়ে দিতে।

হাসান বললেন ‘যদিও সব সময় পরিকল্পনার সাথে কাজের মিল থাকে না, কিন্তু আমরা চাই একটি সফল বিজনেস মডেল দাঁড় করাতে। আমরা যেতে চাই এশিয়া প্যাসিফিকে, তারপরে অবশ্যই ইউরোপের মার্কেট ধরতে চাইবো। তারপর কেন আমেরিকা নয়? কিন্তু প্রথমে অবশ্যই আমাদের দেশের মার্কেটে আমরা আধিপত্য দেখাতে চাইবো।’

/এএস

Header Ad
Header Ad

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি