বিশ্ব পর্যটন সংস্থার ট্যুরিজম এথিক্স কমিটির সদস্য শাহীদ
ছবি : সংগৃহীত
সো'টেল হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্সি নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহীদ হামিদ জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সভায় ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্স এর বিকল্প সদস্য নিযুক্ত হয়েছেন।
ইউএনডব্লিউটিও-এর ২৪তম সাধারণ সভা ১ ডিসেম্বর ২০২১ সালে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বছরের শুরুতে শাহীদকে এই পদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত করে। এই প্রথম কোন বাংলাদেশি জাতিসংঘের ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্স এর সদস্য হওয়ার সম্মানে ভূষিত হলেন। তিনি ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি তিনি প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এর আগে পাটা'র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম বাংলাদেশী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ৪ দশকের অধিক সময় ধরে বাংলাদেশ পর্যটন শিল্পে বিশেষ অবদান রেখেছেন ।
ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্স একটি স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা, যা ইউএনডব্লিউটিও এর সাধারণ পরিষদের অর্ন্তভুক্ত এবং পর্যটনের জন্য গ্লোবাল কোড অব এথিক্স এর নীতিগুলির বাস্তবায়ন, মূল্যায়ন এবং পর্যবেক্ষনে নিয়োজিত থাকে ।
শাহীদ হামিদ অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এমন একটি সংস্থায় নির্বাচিত হওয়া একটি বড় স্বীকৃতি, যা নিঃসন্দেহে আমার জন্য একটি বড় অর্জন। বিজয়ের ৫০ বছর উদযাপনের এই সময়ে এমন একটি স্বীকৃতি পর্যটন শিল্পকে এগিয়ে নিতে আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান জাবেদ আহমেদ বলেন, ‘শাহিদ হামিদকে ওয়ার্ল্ড কমিটি অন ট্যুরিজম এথিক্স এর সদস্য নির্বাচিত করায় আমি গর্বিত। আমি মনে করি, পর্যটনে তার বহুমাত্রিক দক্ষতা বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে সহায়তা করবে’।
এপি/এমএমএ/