শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ক্যাপ্টেন কক্সের দেশে

ভ্রমণবিদ ও দে-ছুট ভ্রমণ সংঘের প্রতিষ্ঠাতা এবার পরিবারের আশা মেটাতে গেলেন কক্সবাজার। অতি চমৎকার, অসাধারণ সেই বেড়ানোর গল্প লিখছেন মুহাম্মদ জাভেদ হাকিম

উড়োজাহাজে চড়ে ছুটলাম তিন কন্যা-কনিতা, রাবিতা, বাসিতা ও জীবনসঙ্গী কুলসুমকে নিয়ে ক্যাপ্টেন কক্সের দেশে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বেলা ১১টায় উড়োজাহাজ ছাড়ল। কন্যাদের এই প্রথম আকাশ ভ্রমণ। স্বাভাবিকভাবেই ভালোলাগা অন্যরকম। তিন কন্যার উচ্ছ্বাসের রেশ আমাদেরও ছুঁয়ে গেল। আনন্দানুভূতি কাটতে না কাটতেই, ঠিক এক ঘন্টা পর অনেক দূরত্ব এক লহমায় পেরিয়ে কক্সবাজার বিমানবন্দরে নামিয়ে দিল বিমান। মুহুর্তে রাজার হাল থেকে ছিটকে পড়লাম মাটিতে। ছুটলাম প্রজার বেশে অটোতে হোয়াইট বিচ হোটেলে। জ্যাম না থাকায় কলাতলী পৌঁছতে সময় লাগল না বেশি। তাদের রুমে গিয়ে কন্যাদের তর সইছিল না। কতক্ষণে নামবে সমুদ্রের নোনা জলে ওরা বাবাকে বারবার জিজ্ঞেস করছে। বাবা আবার বিখ্যাত পর্যটক ও লেখক। তাই আর দেরী না করে দুপুরের আহার সেরে নেমে গেলাম তাদের সঙ্গে কলাতলী সাগর সৈকতে।
সাগরের নীলাভ জল সব বয়সীদের টানে বড়। বিশালতা, বিপুল জলের তরঙ্গ তোলা ঢেউ-মানলো না কোনো বারণই। তিন বোন আগে এসেছে কয়েকবার। তবু যেন মনে হলো আমারই-এবারই সাগর ওরা প্রথম দেখলো। সবার ক্ষেত্রেই হয়তো হয় এ রকম। তা না হলে বারবার মানুষ সাগর পাড়ে ছুটে যেত না অভিজ্ঞতায় বুঝলাম। ইচ্ছেমত ঢেউয়ের তালে, লম্পঝম্প করে হোটেলে ফিরলাম সবাই।
খানিকটা জিরিয়ে, ছুটলাম রেডিয়ান্ট ফিস ওয়ার্ল্ডে। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে। শিশুদের ভীষণ প্রিয়। টিকেট কেটে ঢুকতেই আমার বাচ্চাদেরও চোখমুখে দেখি, আনন্দের ঝিলিক। অ্যাকুরিয়াম ভর্তি অচেনা-অজানা নানান পদের মাছ ঘুরছে। এত ভ্রমণ করি, এত মাছের মেলা দেখি। তারপরও আমার চোখ ছানাবড়া! শিশুদের আনন্দ দেখে শিশু হয়ে গেলাম এই বয়সেও। এ তো মাছেদেরই রাজ্য। পিরানহা, মেকং জায়ান্ট ক্যাট ফিস, জেলি ফিস, অ্যাঞ্জেল ফিসসহ সামুদ্রিক অনেক মাছই রয়েছে। মেকং জায়ান্ট ক্যাট ফিস হলো পৃথিবীতে মিঠা পানির সব চাইতে বড় মাছ। পূর্ণ বয়সের এক একটি মাছের ওজন প্রায় ৩শ কেজি।
রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে শিশুরা সবচাইতে বেশী মজা পেয়েছে পানিতে থাকা মাছগুলোকে ফিটারে ভিটামিন খাইয়ে দিতে পেরে। স্বচ্ছ, সুদৃশ্য অ্যাকুরিয়ামে থাকা, বন্দী, নানান প্রকারের মাছের সঙ্গে পরিচিতি হতে থাকলাম আমরা। দেখতে, দেখতে ফিস ওয়ার্ল্ডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। খুব ভালো লাগলো আমার। চলে গেলাম বঙ্গেপসাগরের আরেকটি বিখ্যাত সৈকত লাবণী পয়েন্টে। রাতের সৈকত অন্যরকম ভালো ও কষ্ট লাগার। সপ্তাহের মাঝামাঝি, পর্যটকেরও ভিড় কম-জানি। অন্ধকারে সাগরের গর্জন অনুভব করলাম সবাই। চাঁদের রূপালি আলোয় হেঁটে বেড়ালাম। কক্সবাজারের ভ্রমণ পিপাসু ওয়াহিদ শিবলী ভাই এসে হাজির। ভাইয়ের টানে তার সঙ্গে সৈকত লাগোয়া মুক্তমঞ্চে আড্ডা। ভ্রমণ পরিকল্পনা করতেই নতুন জায়গার খোঁজ মিলে গেল দুজনের অভিজ্ঞ মনে। চটপটি-ফুসকা খেয়ে সেদিনের মত সৈকতকে বিদায়।
পরদিন সকালে ছুটলাম স্বপরিবারে মেরিন ড্রাইভ। দরিয়ানগরের এসভিএসএস-স্যাটেলাইট ভিশন সি স্পোটর্সে থামলাম। প্যারা-গ্লাইডিং করলাম আমি। জীবনে প্রথম বেলুনে আকাশে বেড়ানোর অভিজ্ঞতা। ঠিক যেন ‘অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’। উড়ে, উড়ে অনেক দূর। সাগরের বিশাল জলরাশির উপর শূন্যে ভাসলাম। দুঁদে ভ্রমণবিদ বলে সাহসটি করলাম। অবিশ্বাস্য, রোমাঞ্চকর অনুভূতি হলো। আমি উড়লাম আকাশে আর আমার মেয়েরা বিচ বাইকে চড়ে সৈকতে ঘুরলো। চিরচেনা হিমছড়ি চললাম। কনিতার চাই তেঁতুল, রাবিতার শখ ঝর্ণা, বাসিতা উঠবে পাহাড়ে। আহা, রে আহা, রে-তিন কন্যা তিনদিকে। তাদের গাইড হিসেবে আমি সারাক্ষণ পাশে, পাশে। তিনজনের ইচ্ছে পূরণ শেষে ছুটলাম জালিয়াং পাড়া। অল্প কিছুদিন হলো একটি সি পার্ল ওয়াটার পার্ক গড়ে তোলা হয়েছে। টিকেট কেটে ঢুকতে আমার বাচ্চারা আনন্দে আত্মহারা। মজার, মজার সব ওয়াটার রাইডে যত খুশি ততবার, একই রাইডে বারংবার উঠে খুব তৃপ্তি পেল। শেষ মুহুর্তে গিন্নিও রাইডে চড়ার লোভ সামলাতে পারলো না। এবার ছুটলাম সামুদ্রিক খাবার খেতে। মেরিন ড্রাইভ লাগোয়া বাঁশ, ছন ঘেরা এক রেঁস্তোরাতে ঢুকলাম। রেস্টুরেন্ট নয়, আস্ত বাংলো! উঠোন জুড়ে ফুলের গাছ, ক্যাকটাসও আছে। ভেতরে আলো-আঁধারির খেলা। অর্ডার করতেই ইংরেজ কায়দায় হুকুম তামিল। কিছুক্ষণ অপেক্ষা স্যার-বলে সার্ভ করলো মচমচা ফ্রাই। বরাবরের মত কাঁকড়া খেয়ে বেশি স্বাদ পেলাম। খেয়ে-দেয়ে হিম, হিম বাতাসে বাইরে না থেকে ফিরে গেলাম রাতের কক্সবাজার হোটেলে।
আমাদের কক্সবাজারের তৃতীয় দিন আজ। রাতে ফিরব শহর ঢাকায়। সকাল, সকাল চলে গেলাম সৈকতে। তখন জোয়ার। ঘোড়ায় সাওয়ারি হয়ে তিন কন্যাসহ আমিও মেতে উঠলাম আনন্দে। মেয়েদের উচ্ছ্বাস দেখে মনে, মনে ভাবলাম, যারা বলেন টাকা হাতের ময়লা, টাকাই জীবনের সবকিছু নয়, তারা হয়তো যাপিত জীবন সম্পর্কে কোন ধারণাই রাখেন না। টাকা ছিল বলেই, আজ কন্যাদের ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব হচ্ছে আমি বাবার।
জলকেলিতে প্রায় ঘন্টা তিনেক। সাগরের বিশালতা, হাতছানি পিছনে ফেলে, চলে গেলাম হোটেলে ফ্রেশ হতে। দুপুরের আহার শেষে অটোতে। নেমে, ধীর পায়ে হেঁটে এগিয়ে গেলাম শান্ত, নিরিবিলি ঝাউবনে। সৈকতে মানুষ তেমন নেই। কোলাহলহীন, অন্যরকম, সবসময় ভালোলাগার। ঝাউ গাছগুলোর পাশে, ঝিরঝির বাতাসে দূর অতীতে ফিরে গেলাম। হেঁটে, বসে সময় গড়ালাম। পশ্চিমাকাশে সূর্য হেলেছে। সাগর জলে সূর্যাস্তের নয়নাভিরাম সৌন্দর্য, নান্দনিক টুপ করা ডুব দেখলাম। ফিরতি পথে এগিয়ে গেলাম।
যোগাযোগ : ঢাকার বিভিন্ন প্রান্তে নানা মানের, বিভিন্ন কোম্পানির পরিবহন কক্সবাজার যায়। সরকারিসহ বেসরকারি বেশকটি এয়ারলাইন্স আছে। বাস ভাড়া ১ হাজার টাকা হতে ২৫শ।
থাকা-খাওয়া : সৈকত লাগোয়া নানা মানের প্রচুর হোটেল-মোটেল রয়েছে। কলাতলী সড়কে মাঝারি মানের অনেক। রুম ভাড়া ১৫শ টাকা। খাবারের হোটেল প্রচুর । পছন্দমত বেছে নেয়া যায়।

ছবি : সি পার্ল ওয়াটার পার্ক, বিখ্যাত মেরিন ড্রাইভ রোড, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মাছের ভুবন, এসভিএসএস-স্যাটেলাইট ভিশন সি স্পোটর্স প্যারা-গ্লাইডিংয়ের বাংলাদেশী টিম, স্বাদু পানির সবচেয়ে বড় মাছ মেকং জায়ান্ট ক্যাট ফিশ। 
ওএস।

 

Header Ad
Header Ad

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান

ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও জেলায় প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নানা কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং একাধিক আরোহী বহন রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে পলাশ তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মোট ১৮টি মামলায় ৭০,০০০/ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

Header Ad
Header Ad

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন

ছবি: সংগৃহীত

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে, বিপরীতে বেড়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ আশ্রয়স্থলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার বাজারে ধাক্কা লাগে। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ শুরু করেন।

ট্রাম্প বুধবার ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং দেশের কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক বসাবেন। নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার ডলার সূচক ১.৬ শতাংশ কমে ১০২.০৩-এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইউরো সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার ০.৫৬ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ০.৯ শতাংশ, জাপানি ইয়েন ১.৭ শতাংশ এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অনিশ্চয়তা এখনও বেশি রয়েছে—যদিও কয়েকদিনের মধ্যে কিছু শুল্ক বাতিল বা সংশোধন হতে পারে। তবে এর অর্থনৈতিক প্রভাব ১৯৩০-এর দশকের স্মুট-হাওলি শুল্ক আইনের চেয়েও বেশি হতে পারে।”

১৯৩০ সালে স্মুট-হাওলি শুল্ক আইন প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্র আমদানি কর বাড়িয়েছিল, যা বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্কের সূত্রপাত ঘটায় এবং বৈশ্বিক মহামন্দাকে আরও গভীর করে তোলে।

ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল বাণিজ্যের ভারসাম্য রক্ষার কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বনির্ভর করার পরিকল্পনার অংশ হতে পারে। তবে, এই স্তরের শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: রয়টার্স, ব্যারন’স, দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ১৮৮৬.১৬ পয়েন্ট। অন্যদিকে, স্পেন ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে।

ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চারে রয়েছে। ব্রাজিল এক জয় ও এক হারের পরও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে, আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমেছে।

র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) এবং জার্মানি (১৭১৬.৯৮)। সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, যারা সাত ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে রয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে অবস্থান করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে দলটি ১৫তম স্থানে রয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী