থাইল্যান্ড সফরে একগুচ্ছ নিয়ম বদল হচ্ছে
বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমীদের জন্য থাইল্যান্ড বেশ পরিচিত। তবে এবার থেকে থাইল্যান্ডে প্রবেশ করতে হলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। সর্বশেষ আপডেট অনুযায়ী, থাইল্যান্ড তার দেশের নাগরিকদের জন্য 'থাইল্যান্ড পাস'-এর প্রয়োজনীয়তা বাতিল সহ একাধিক নিয়মে বদল এনেছে।
থাইল্যান্ডের ট্যুরিজম অথরিটির তরফে করা ঘোষণা অনুসারে, নিম্নলিখিত নিয়মগুলি ১ জুন ২০২২ থেকে কার্যকর করা হবে।
থাইল্যান্ডে প্রবেশের জন্য টিকাপ্রাপ্ত যাত্রীদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টের অ্যাকসেস থাকতে হবে:
১. একটি বৈধ পাসপোর্ট বা বর্ডার চেকপয়েন্ট দিয়ে প্রবেশের জন্য বর্ডার পাস।
২. থাইল্যান্ড পাস- পাসের ক্ষেত্রে ট্যুরিস্টদের QR কোড অটোমেটিক জেনারেট করা পাস দেওয়া হবে যাতে তাঁদের সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে।
৩. ন্যূনতম ১০হাজার মার্কিন মূল্যের বিমা পলিসি থাকা আবশ্যক। তবে যাঁরা থাইল্যান্ডের ন্যাশনাল হেলথকেয়ার কভারেজের আওতায় রয়েছেন, তাঁদের জন্য এই পলিসি প্রযোজ্য নয়।
৪. কোভিড-১৯ সংক্রান্ত ভ্যাকসিনেশনের সার্টিফিকেট।
৫. ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে থাইল্যান্ড ভ্রমণের কমপক্ষে ১৪ দিন আগে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৬. ৫-১৭ বছর বয়সীদের ক্ষেত্রে থাইল্যান্ড ভ্রমণের কমপক্ষে ১৪ দিন আগে ভ্যাকসিনেশন প্রক্রিয়ার একটি ডোজ সম্পন্ন হওয়া চাই।
৭. যাঁরা বাবা-মায়ের সঙ্গে আসবেন তাঁরা এই প্রয়োজনীয়তা থেকে মুক্ত।
৮. যাঁরা পূর্বে কোভিড সংক্রমিত হয়েছেন ও ভ্যাকসিনের একটি ডোজ সম্পন্ন হয়েছে তাঁদের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে।
থাইল্যান্ডে প্রবেশের জন্য টিকাবিহীন/ভ্যাকসিনেশন প্রক্রিয়া হয়নি এমন ভ্রমণকারীদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্ট থাকতে হবে:
১. বৈধ পাসপোর্ট বা বর্ডার পাস।
২. থাইল্যান্ড পাস- পাসের ক্ষেত্রে ট্যুরিস্টদের QR কোড অটোমেটিক জেনারেট করা পাস দেওয়া হবে যাতে তাঁদের সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে।
৩. ন্যূনতম ১০ হাজার ডলার মূল্যের বিমা পলিসি থাকা আবশ্যিক। তবে যাঁরা থাইল্যান্ডের ন্যাশনাল হেলথকেয়ার কভারেজের আওতায় রয়েছেন, তাঁদের জন্য এই পলিসি প্রযোজ্য নয়।
প্রবেশের পরবর্তী প্রক্রিয়া-
১. থাইল্যান্ডে পৌঁছানোর পর, সমস্ত ট্যুরিস্টদের এন্ট্রি স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। এরপর ইমিগ্রেশন বা হেলথ কন্ট্রোল অফিসারের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
২. টিকাপ্রাপ্ত ট্যুরিস্টদের এর পরবর্তীতে দেশে প্রবেশ করানো হবে এবং তাঁরা সারা রাজ্য জুড়েই স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন।
৩. যাঁরা টিকা নেননি বা টিকার সম্পূর্ণ কোর্স সম্পন্ন হয়নি, তাঁদের থাইল্যান্ড পাস সিস্টেম ব্যবহার করে ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে RT-PCR-এর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এরপর ভ্রমণকারীরা রাজ্যের যে কোনও জায়গায় প্রবেশের অনুমতি পাবেন এবং স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন।
৪. যাঁরা ৭২ ঘন্টার মধ্যে RT-PCR-এর নেগেটিভ রিপোর্ট জমা দিতে পারবেন না, তাঁদের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
সূত্র: নিউজ ১৮ বাংলা