ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রসৈকত সাগরকন্যা-খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর এ সমুদ্রসৈকতটি।
বুধবার (৪ মার্চ) কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হাজারো পর্যটক বেড়াতে এসেছে এখানে। ছবি তোলা, বালিয়াড়িতে হৈ-হুল্লোড়, আড্ডা আর সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছেন সবাই।
খুলনা থেকে আসা পর্যটক রুপা ঢাকাপ্রকাশ-কে বলেন, এই প্রথম পরিবারের লোকজন নিয়ে কুয়াকাটায় আসছি। অনেক আনন্দ-উল্লাস করছি।
এদিকে কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু ঢাকাপ্রকাশ-কে জানান, ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সৈকতে ১৫ হাজারের বেশি পর্যটক রয়েছে। তাদের সেবায় পর্যটন-সংশ্লিষ্ট সবাই ব্যস্ত। আশা করছি, এই সময়ে আমরা ভালো একটি মুনাফা অর্জন করতে পারবো।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এমএ মোতালেব শরীফ ঢাকাপ্রকাশ-কে জানান, কুয়াকাটায় প্রায় ১৫ হাজার পর্যটকের রাত্রি যাপনের ব্যবস্থা আছে। কিন্তু এ মুহূর্তে তার অধিক পর্যটক কুয়াকাটায় অবস্থান করছে। তবে অনেক পর্যটক সূর্যাস্ত উপভোগ করে ফিরে যাবে।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ঢাকাপ্রকাশ-কে জানান, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে পোশাক ও সাদা পোশাকে ছয়টি টিম সার্বক্ষণিক কাজ করছে। তাদের সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের একটি টিম।
এমএসপি