বাংলাদেশের ব্যান্ডউইথের উপর নির্ভর করবে ভুটান: মোস্তফা জব্বার
বিসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তি মেলা শুরু
ছবি : সাজেদ আল হাসান
বিশ্বের কাছে এখন বেশ চেনা-পরিচিত একটি দেশের নাম হলো বাংলাদেশ। দিন বদলের সঙ্গে বাংলাদেশের চিত্রও পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রযুক্তিতে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা করে তুলেছে সহজ, ঘর থেকে বের হলে স্মার্টফোনের মাধ্যমে প্রায় সব কিছুই করতে পারছে। আবার উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ এখন উন্নতির শিখরে।
তাই বাংলাদেশের ব্যান্ডউইথের উপর নির্ভর করবে ভুটান, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় ৫ দিন ব্যাপী বিজয়ে প্রযুক্তি মেলা ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন বাংলাদেশে এখন ১২ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন যা ২০০৮ সালের পর থেকে বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ায় এটি সম্ভব হয়েছে। বাংলাদেশের ব্যান্ডউইথ এখন সৌদি আরব,মালয়েশিয়া, ভারতে রপ্তানি করা হচ্ছে।
ইতিমধ্যে ভুটানের রাষ্ট্রপ্রতির সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে দ্বিপাক্ষিক স্বাক্ষর হয়েছে। শীঘ্রই ভুটানে রপ্তানি করা হবে বাংলাদেশের ব্যান্ডউইথ, এর ফলে বাংলাদেশের ব্যান্ডউইথের উপর স্বনির্ভর করবে অনেক দেশ।
এ সময় তার বক্তব্যে আরও বলেন, প্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। আগের তুলনায় মোবাইল ফোন, কম্পিউটার এবং মোবাইল ফোন অপারেটর কোম্পানির কলরেট ও ইন্টারনেট এর মূল্য এখন হাতের নাগালে আছে। যার জন্য মানুষ এখন প্রযুক্তির ওপর নির্ভর করছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ও ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এন্ড সেল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান মো. শাহীদ উল মুনির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান ।
বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ এল মজাহার চৌধুরী গণমাধ্যমকে বলেন, এবার মেলায় থাকবে না কোন এন্ট্রি টিকেট এবং ফেসবুকে মেলায় রেজিস্ট্রেশন করলেই থাকবে উপহার।
বিজয় মেলায় প্রতিটি ৫০০ টাকার পণ্য ক্রয় করলে থাকবে একটি করে লাকী কুপন। মেলায় থাকছে বিশেষ ছাড় ও উপহার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে, মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত । প্রতিদিন মেলা খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
এমএএইচ/এমএমএ/