ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
ছবি: সংগৃহীত
ইউটিউব, বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও মজার এবং কার্যকর করতে নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ফিচারটি হলো ‘প্লে সামথিং’ বাটন।
এটি একটি মোবাইল-ফোকাসড ফিচার যা ব্যবহারকারীদের শর্টস প্লেয়ারে যেকোনো ভিডিও চালাতে সাহায্য করবে। বাটনটি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সটে দৃশ্যমান হবে এবং বটন বারের ঠিক উপরে স্থাপিত থাকবে।
‘প্লে সামথিং’ বাটনটি শুধু শর্টসই নয়, নিয়মিত কনটেন্টও চালাতে সক্ষম। ভিডিওর সাথে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার করার সুযোগ থাকবে। এটি মোবাইল অ্যাপে ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়েছে।
এর পাশাপাশি ইউটিউব আরও কিছু নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে প্লে লিস্টের থাম্বনেলের উন্নতি, স্লিপ টাইমার এবং মিনি প্লেয়ারের নতুন ডিজাইন।
বর্তমানে এই ফিচারগুলো পরীক্ষার পর্যায়ে রয়েছে। গুগল শেষ মুহূর্তের পর্যালোচনা করে এগুলো বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ব্যবহারকারীরা ‘প্লে সামথিং’ বাটনসহ অন্যান্য নতুন সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন এই ফিচারগুলো ইউটিউবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।