২০২৪ সালে ঘটবে ৪ সূর্য ও চন্দ্রগ্রহণ
ছবি সংগৃহীত
শেষ হতে চলেছে ২০২৩ সাল। আসছে নতুন বছর। আগামী বছরে কোথায় , কখন, কবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হতে চলেছে, তা আগাম জেনে নেওয়া উচিত। ২০২৩ সালের মতো, আগামী বছরও চারটি গ্রহণ ঘটতে চলেছে। এর মধ্যে দুটি চন্দ্র ও দুটি সূর্যগ্রহণ হবে।
পঞ্জিকা অনুযায়ী ২০২৪ সালে সূর্য ও চন্দ্রগ্রহণ কখন ঘটবে জেনে নিই-
নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে পূর্ণিমার দিনে। ২৫ মার্চ, সোমবার। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ৮ এপ্রিল, সোমবার ঘটবে। পাশাপাশি, ২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ১৮ সেপ্টেম্বর,বুধবার ঘটবে। তারপর বুধবার, ২ অক্টোবর, চতুর্থ এবং শেষ সূর্যগ্রহণ ঘটবে।
২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সালের ২৫ মার্চ প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এছাড়া এই চন্দ্রগ্রহণ চলবে মাত্র ৪ ঘণ্টা ৩৬ মিনিট।
২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ:
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর। এই গ্রহণ চলবে মাত্র ৪ ঘণ্টা ৪ মিনিট।
২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ৮ এপ্রিল।
২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ:
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে আগামী ২ অক্টোবর। কিন্তু দ্বিতীয় সূর্যগ্রহণও ভারতে দেখা যাচ্ছে না। তাই এই সময়েও সূতককাল বৈধ হবে না।
বিজ্ঞান মতে, যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলা হয়। চন্দ্রগ্রহণের দিন সূর্য, চাঁদ ও পৃথিবী সরলরেখায় চলে আসে। এই কারণে চাঁদে পৃথিবীর ছায়া স্পষ্ট দেখা যায়। এর পাশাপাশি সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক ৯ ঘণ্টা আগে।