স্যামসাং ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন আনছে
Samsung Galaxy S23 Ultra গত ফেব্রুয়ারি মাসে ২০০ মেগাপিক্সেল হাই রেজোলিউশন ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তারপর এখনও পর্যন্ত আর কোনও স্মার্টফোনে ওই সেন্সরটি ব্যবহার করেনি। তবে এখন এক সূত্র দাবি করেছে যে, স্যামসাং আগামী বছর তিনটি নতুন ও অতি শক্তিশালী ক্যামেরা সেন্সর লঞ্চ করার প্ল্যান করছে, যার মধ্যে একটি সেগমেন্ট ফার্স্ট ৪৪০ মেগাপিক্সেলের।
বর্তমানে যেসব স্মার্টফোনগুলো বাজারে আছে, সেগুলোর ক্যামেরা সেন্সর ৫ মেগাপিক্সেল থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ মেগাপিক্সেল পর্যন্ত হয়ে থাকে। তবে এবার মানুষের চোখের সেন্সরের সমান সেন্সরের স্মার্টফোন আসছে বাজারে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে আনছে ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন।
এটিই হতে চলেছে বিশ্বের প্রথম ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন। এর আগে স্যামসাং প্রথম ১০০ মেগাপিক্সেল সেন্সরের ফোন এনেছিল বাজারে। এরপর ২০২৩ সালের শুরুতেই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ গ্যালাক্সি এস২৩ আল্ট্রা লঞ্চ করে সবাইকে চমক দিয়েছিল স্যামসাং। এবার শোনা যাচ্ছে, ১ ইঞ্চি ৪৪০ মেগাপিক্সেল ক্যামেরার উপর কাজ করছে সংস্থাটি। শুধু ৪৪০ মেগাপিক্সেল সেন্সর নয়, সঙ্গে ৩২০ ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোনও আনছে তার।
এবার @Tech_Reve নামক টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে স্যামসাং 440 মেগাপিক্সেলের নতুন ISOCELL ক্যামেরা সেন্সর বানানো শুরু করেছে। এই ISOCELL হল একাধিক সেন্সরের ফ্যামিলি প্যাক যা দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি বানিয়ে থাকে। আর এই সেন্সর স্যামসাং-এর কাছ থেকে অন্য সংস্থাগুলি কেনে। এই সেন্সরগুলি স্মার্টফোন, কম্পিউটার এবং ডিজিটাল ক্যামেরায় ব্যবহার হয়ে থাকে।
টিপস্টারের দাবি অনুসারে, 50 মেগাপিক্সেলের ISOCELL 1.6 ইঞ্চি সেন্সর, 200 মেগাপিক্সেল ISOCELL HP7 0.6 ইঞ্চি সেন্সর এবং 440 মেগাপিক্সেল ISOCELL সেন্সর বানাচ্ছে স্যামসাং। এই 1 ইঞ্চি সেন্সরটি বহুল প্রচলিত Sony IMX989 সেন্সরকে টক্কর দিতে পারে। যা বর্তমানে অধিকাংশ প্রিমিয়াম স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে।
Sony-এর সেন্সরকে আগামী দিনে প্রতিস্থাপন করতে পারে স্যামসাংয়ের সেন্সরটি বলেও শোনা যাচ্ছে। যদিও এই তথ্যে এখনও শিলমোহর দেয়নি দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। আলোচ্য 440 মেগাপিক্সেল ক্যামেরাটি স্মার্টফোন নয়তো অত্যাধুনিক কোনও গাড়িতে ব্যবহার করা হতে পারে বলে জল্পনা।
উল্লেখ্য বিষয় হল, উচ্চ রেজোলিউশন যুক্ত ক্যামেরা বানানোর ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করেছে খোদ স্যামসাং-ই। সম্প্রতি তারা এক বিবৃতিতে জানিয়েছে, 600 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বানাতে চায় তারা। 2020 সালে সংস্থা দাবি করে, তারা এমন এক ক্যামেরা বাজারে আনবে যা মানুষের চোখের সমান হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে 440 মেগাপিক্সেলের এই সেন্সর।
উল্লেখ্য, ২০০ মেগাপিক্সেলের HP7 সেন্সরটি প্রাথমিকভাবে Galaxy S25 Ultra-এর জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এটির উচ্চ মূল্যের কারণে পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। তবে রিভেগনাস জানিয়েছেন যে, আরও বড় ৩২০ মেগাপিক্সেলের সেন্সরের ওপরও কাজ করছে স্যামসাং এবং খুব সম্ভবত এই সেন্সরটি Galaxy S26 Ultra-তে ব্যবহার করা হতে পারে। MediaTek Dimensity 9200 চিপসেট ৩২০ মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করতে সক্ষম এবং আসন্ন Qualcomm Snapdragon চিপও ৩২০ মেগাপিক্সেলের ক্যামেরা সমর্থন করতে পারে। সুতরাং, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার পর ৩২০ মেগাপিক্সেলের সেন্সর স্যামসাংয়ের স্মার্টফোনে পরবর্তী বড় চমক হতে পারে।