পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
প্রযুক্তি জগতে অন্যতম জনপ্রিয় কোম্পানি অ্যাপল। বিশ্বব্যাপী বিশেষ করে উন্নত দেশগুলোতে এ কোম্পানির পণ্যের ব্যবহারকারী ও চাহিদা ব্যাপক। তাদের আইফোন, ম্যাক কম্পিউটার, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভিসহ মাল্টিমিডিয়া প্রযুক্তির অনেক পণ্য রয়েছে। তবে এর সবচেয়ে বেশি ব্যবহারকারী আইফোনের। বর্তমানে বিশ্বে আইফোন ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৫ বিলিয়ন। ২০২৩ সালের মার্চ পর্যন্ত বিক্রি হয়েছে ২ দশমিক ২৪ বিলিয়ন টি আইফোন। ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৭ বছরে ১২টি সিরিজে ৩৯টি মডেলের আইফোন বাজারে ছেড়েছে অ্যাপল।
কিন্তু এরই মাঝে পুরোনো আইফোনসহ অন্য পণ্যের ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল অ্যাপল। এক প্রতিবেদন সূত্রে জানা গেছে পুরোনো ব্যবহারকারীরা আর কোম্পানি প্রদত্ত সেবা পাবেন না। পাঁচ বছরের পুরোনো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে (ওএস) চলমান ডিভাইসের ক্ষেত্রে কোম্পানি পরিষেবা বন্ধ করতে যাচ্ছে অ্যাপল।
টেক পাড়ায় বহুল পরিচিত প্রযুক্তি সম্পর্কিত তথ্য ফাঁসকারী স্টেলা ফজ, যার দেওয়া বেশিরভাগ তথ্যই সত্য প্রমাণিত হয়, আগেই অ্যাপলের এমন সিদ্ধান্তের ব্যাপারে আভাস দিয়েছিলেন যা আজ আই সফটওয়্যার আপডেট তাদের টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছে।
আই সফটওয়্যার আপডেট থেকে জানানো হয়েছে, যারা পুরাতন ব্যবহারকারী রয়েছেন তাদের দ্রুত পরবর্তী আপডেটে স্থানান্তর করতে বলা হচ্ছে। চলতি বছরের মে মাস থেকে পুরোনো ডিভাইসগুলোতে আইক্লাউড ছাড়া অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
যেসব ডিভাইসে পরিষেবা বন্ধ হতে যাচ্ছে
আইফোন ওএস বা আইওএস ভার্সন: ১১.০ - ১১.২.৬
ম্যাক কম্পিউটার ওএস ভার্সন: ১০.১৩.০ - ১০.১৩.৩
অ্যাপল ওয়াচ ওএস ভার্সন: ৪.০ - ৪.২.৩
অ্যাপল টিভি ওএস ভার্সন: ১১.০ - ১১.২.৬
ফজ দাবি করেছেন, নতুন আপডেটে স্থানান্তরিত হওয়ার জন্য ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠানো হবে। তবে এর মাধ্যমে ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার জন্য উৎসাহিত করা হচ্ছে বা জোর করা হচ্ছে না বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে অ্যাপল থেকে সরাসরি কোনো তথ্য জানা সম্ভব হয়নি, তাই বিষয়টি এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়।
/এএস