‘বিজয়ে প্রযুক্তি মেলা’ ৭ ডিসেম্বর থেকে
বিসিএস কম্পিউটার সিটির সাংবাদ সম্মেলন
বিসিএস কম্পিউটার সিটিতে ‘বিজয়ে প্রযুক্তি মেলা ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ ডিসেম্বর থেকে ।
শনিবার (৪ ডিসেম্বের) দুপুরে মেলার আহ্বায়ক জনাব মো. মাহাবুবুর রহমান এক সাংবাদ সম্মেলনে জানান যে, ৭ থেকে ১১ ডিসেম্বের এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তোফা জব্বার।
বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ এল মজাহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, ‘এবার মেলায় কোন এন্ট্রি টিকেট থাকবে না এবং ফেসবুকে রেজিস্টেশন করলে থাকবে উপহার এবং ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই থাকছে একটি করে লাকি কুপন। মেলায় থাকছে বিশেষ ছাড় ও অনেক অনেক উপহার।’
কম্পিউটার সিটি কমিটির সদস্য ও মিডিয়া কনভেনার মো. জাহেদ আলী ভূঁইয়া মেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।
সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্য।
এপি/এমএমএ/