সিলিকন ডিজাইনে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে অ্যাপল
প্রায় দুই বছর আগে জার্মানির মিউনিখে একটি নতুন সিলিকন ডিজাইন সেন্টারে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ইতোমধ্যেই এই গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পেছনে অনেক খরচ করেছে অ্যাপল। প্রকৃতপক্ষে, নতুন প্রকল্পটি বিদ্যমান প্রকল্পের সম্প্রসারণ হিসাবে বিবেচনা করা হচ্ছে কারণ নরুন প্রকল্পটি বিদ্যমান প্রকল্পের রাস্তায়ই অবস্থিত হবে।
অ্যাপল তাদের দুই হাজার প্রকৌশলীকে এক ছাদের নিচে আনতে চায়, যাতে করে তারা অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। নতুন এই প্রকল্পে কাস্টম সিলিকন ডিজাইন, পাওয়ার ম্যানেজমেন্ট চিপ এবং ভবিষ্যত তারবিহীন প্রযুক্তির উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রকল্পটির মূল লক্ষ্য অ্যাপলের ডিভাইসগুলোর কর্মক্ষমতা, দক্ষতা ও বৈদ্যুতিক শক্তি সঞ্চয়ের সক্ষমতার মানোন্নয়ন করা।
বাজার পর্যলোচকরা বলছেন, অ্যাপলের কাছে প্রচুর নগদ অর্থ মজুদ হওয়ার কারণে তারা এমন একটি বিনিয়োগের ঘোষণা দিতে এক প্রকার বাধ্য ছিল। এবং ধারণা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এমন আরও অনেক ঘোষণা আসতে পারে।
গেল পাঁচ বছরে, অ্যাপল ৮০০ টিরও বেশি জার্মান কোম্পানির সঙ্গে প্রায় ১৮ বিলিয়ন ইউরো খরচ করেছে এবং দেশটিতে অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
/এএস