ইলেকট্রিক গাড়ি বের করতে যাচ্ছে অ্যাপল
২০২৫ সালের প্রথম দিকে স্বয়ংক্রিয় ড্রাইভিং ক্ষমতাসম্পন্ন একটি ইলেকট্রিক গাড়ি বের করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল। সংশ্লিষ্টদের উদ্ধৃত করে বিষয়টি ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে স্টিয়ারিং হুইল এবং প্যাডেল থাকবে না। হ্যান্ডস-অফ ড্রাইভিংকে ঘিরে গাড়িটির অভ্যন্তরীণ ডিজাইন করা হচ্ছে।
এদিকে এই প্রতিবেদনের পর অ্যাপলের শেয়ার প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়ায়। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করে।
ব্লুমবার্গ প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রকল্প নিয়ে কাজ করছে কিছু মানুষ। তারা প্রযুক্তির বিষয়টি মাথায় রেখে গাড়ির স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেমে উন্নত প্রসেসর, চিপস ও সেন্সর অন্তর্ভুক্ত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ২০১৪ সাল থেকে এই গাড়িটির ডিজাইনের কাজ শুরু করে অ্যাপল। পাশাপাশি প্রকল্পটিকে টাইটেন প্রজেক্ট হিসেবে ধরে এগুতে থাকে তারা।
এ ব্যাপারে ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস বলেন, ‘এটা কখন তৈরি হবে, আর যদি না বের করতে পারে সেটা অ্যাপলের ব্যাপার।’
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে অ্যাপলের নিজস্ব স্বতন্ত্র গাড়ি উন্মোচনের সম্ভাবনা ৬০ শতাংশ থেকে ৬৫ শতাংশ।
উল্লেখ্য, গ্রাহকরা পরিবেশ সচেতন হয়ে উঠায় প্রতিনিয়ত ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। এক্ষেত্রে টেসলা এবং রিভিয়ানের মতো কম্পানিগুলির গাড়ির মূল্য গতানুগতিকভাবে প্রচলিত গাড়ির তুলনায় অনেক বেশি।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালে একটি যাত্রীবাহী গাড়ি তৈরি করার লক্ষ্য নিয়েছে অ্যাপল। যাতে নিজস্ব যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে।
এসআইএস/এসএ/