৪র্থ শিল্পবিপ্লব সম্মেলনে উদ্ভাবন প্রদর্শন
করোনায় বহু মানুষের স্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেনের পরিমান কমে যাচ্ছে। এমন জরুরি মুহূর্তে রোগীদের সহায়তায় রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) একটি ভেন্টিলেটর বাজারে আনার উদ্যোগ নিয়েছে।
সে উদ্ভাবনকে সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দুই দিনব্যাপী ‘৪র্থ শিল্পবিপ্লব আন্তর্জাতিক সম্মেলন’ এ অংশগ্রহণ করছে রুয়েট- এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রথমবর্ষের ছাত্র সুদীপ্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আয়োজন করে।
শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, সরকারি-বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে দুই দিনের এ সম্মেলনে। শনিবার (১১ ডিসেম্বর) সম্মেলনের শেষ দিনে এই সব প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, বদলে যাওয়া বাংলাদেশে অবদান রাখতেই এই উদ্যোগ।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর স্টলে আদনাল সাফি জানান, মঙ্গল গ্রহের সয়েল (মাটি) টেস্টসহ বিভিন্ন উদ্দেশ্য সাধনে ম্যাক্স রোবট উদ্ভাবন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অনেকে জানতে পারবেন সেখানকার মাটি আসলে কেমন। এই একই উদ্ভাবন ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও দেখা যায়। শিক্ষার্থীরা কৌতুহলী মনে জানতে চাচ্ছেন এর বিভিন্ন দিক। এ সময় মঈন আদনান জানান, অজানা কিছু জানার জন্যই এই মেলায় আসা।
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্র্যাক ব্যাংক, এইচএসবিসি ব্যাংকও অংশ নিয়েছে এই সম্মেলনে, ওয়ালটন তাদের বিভিন্ন পণ্য থরে থরে সাজিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ১০ উদ্ভাবক দলকে ‘মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতা’র পুরস্কার দিয়েছে। আইডিয়া বাস্তবায়নের জন্য পুরস্কার হিসেবে প্রতিটি দল পেয়েছে ১০ লাখ টাকা।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এ সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন তিনজন নোবেল বিজয়ী-অলিভার হার্ট, কন্সটানটিন নভোস্লিভ, তাকাকি কাজিতা--এবং বিশ্বের সাতজন বিশ্বখ্যাত বিজ্ঞানীসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও গবেষক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চুয়াল প্লাটফর্মে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
এসএম/এএন