ফ্রেঞ্চ ওপেনে নাদালকে দেখতে চান ফেদেরার
বছরের শুরুতে নিতম্বের চোট পান রাফায়েল নাদাল। জানুয়ারিতে পাওয়া সেই ইনজুরি এখনো ভুগাচ্ছে তাকে। আগামীকাল শুরু হতে যাওয়া ইতালিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
প্যারিস গ্র্যান্ড স্লামেও তাকে না পাওয়ার শঙ্কা জেগেছে। এমনা শঙ্কা সত্যি হোক, তা চান না রজার ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনে নাদালকে দেখতে চান তিনি।
স্প্যানিশ কিংবদন্তি গত সপ্তাহে মাদ্রিদ ওপেন মিস করেছেন। তাকে দেখা যায়নি ইন্ডিয়ান্স ওয়েলস, মিয়ামি, কার্লো কার্লো এবং বার্সেলোনায়। এখন যদি ১৪ বারের চ্যাম্পিয়নকে মিস করে রোলা গারো, তাহলে জৌলুস হারাবে ক্লে কোর্টের মেজর টুর্নামেন্টে। এমনটাই মনে করছেন ফেদেরার।
গত বছর টেনিসকে বিদায় জানানো সুইস কিংবদন্তি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘এটা নিষ্ঠুর হবে টেনিসের জন্য যদি রাফা ফ্রেঞ্চ ওপেনে খেলতে না যায়। আমি এখনো তাকে পাওয়ার আশা করছি। নোভাকও (জোকোভিচ) খুব বেশি খেলছে না। আমি আশা করছি সেও শক্তিশালী হবে এবং সমস্ত তরুণরাও এগিয়ে আসবে।’
টেনিসে রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়ন নাদাল। প্রথমবার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন প্যারিসে, ২০০৫ সালে। আগামী ২৮ মে ক্লে কোর্টের টুর্নামেন্টের পর্দা ওঠার সূচি।
এমএমএ/