ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শেষ রাডকানুর
ইম্মা রাডুকানুর হাত ও গোড়ালিতে সফল অস্ত্রোচার হয়েছে। কাটাকাটির ধকল কাটিয়ে কোর্টে ফিরতে কয়েক মাস কেটে যাবে ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিসকন্যার। এতে করে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শেষ রাডুকানুর।
২০২১ ইউএস ওপেনে উত্থান ব্রিটিশকন্যার। প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর থেকে একাধিক ইনজুরিতে পড়েন রাডুকানু। দীর্ঘমেয়াদি সুস্থতার কারণে শৈল্যবেদের ছুরির তলে গিয়েছেন তিনি।
অস্ত্রোপচারের পর হাসপাতালের বেড থেকে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন রাডুকানু। ডান হাতে ব্যান্ডেজ পরা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি গ্রীষ্মের ইভেন্টগুলো মিস করব, যা আমাকে ব্যথিত করছে। আমি ভক্তদের ধন্যবাদ জানাই যারা আমাকে সমর্থন করে যাচ্ছেন।’
এসজি