ওয়ানডে ক্রিকেটে ইচ্ছের বিরুদ্ধে নেতৃত্বশূন্য কোহলি, দায়িত্বে রোহিত
একেই বলে কালকের বাদশা, আজকে ফকির। ভারতের বিরাট কোহলির ক্ষেত্রেও হয়েছে একই অবস্থা। দলে যার ছিল অপরিসীম প্রভাব আজ তিনি নখদন্তহীন। যার কথার কোনো মূল্য নেই। দলের আর ১০ জন ক্রিকেটারের মতো তিনি নিছক একজন ক্রিকেটার।
দলে কাকে নেবেন, না নেবেন, এ সব দাপট তিনি আর দেখাতে পারবেন না। তাকে জোর করে ওয়ানডে ক্রিকেটের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। রোহিত শর্মাকে আগেই টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। সেটি করা হয়েছিল কোহলি স্বেচ্ছায় সরে যাওয়াতে।
কোহলিকে বিসিসিআই থেকে জোর করে হটিয়ে দেওয়ার সংবাদ প্রকাশ করেছে পিটিআই। তারা জানিয়েছে বিসিসিআই প্রথমে কোহলিকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য বলে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। কিন্তু কোহলি তাতে সাড়া দেননি। অগত্যা বিসিসিআই তাকে জোর করে সরিয়ে দেয়। রোহিত শর্মা তার দায়িত্ব পালন করা শুরু করবেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি নিজ থেকেই জানিয়ে ছিলেন তিনি এই ফরম্যাটে আর নেতৃত্ব দিতে চান না। তবে বাকি দুই ফরম্যাটে তিনি নেতৃত্ব চালিয়ে যাবেন। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার শেষ নেতৃত্ব। তার পরিবর্তে বিসিসিআই-এর রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া। রোহিতের নেতৃত্বে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে তিনটিতেই জিতেছিল। তখনই গুঞ্জন ছিল ওয়ানডে ক্রিকেটেও রোহিতকে নেতৃত্ব দেওয়া হবে। সে ধারাবাহিকতায় বিসিসিআই কোহলিকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছিল। তবে টেস্ট ক্রিকেটে কোহলি এখনও অধিনায়ক আছেন।
কোহলির এ রকম নেতৃত্বশূন্য হওয়ার পেছনে রয়েছে নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রেসক্রিপশন। রোহিতের মতো রাহুলও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তার প্রেসক্রিপশনে ছিল লিমিটেড ওভারের দুই ফরম্যাটেই তিনি রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে চান। সেটিই বাস্তবায়ন করেছে বিসিসিআই।
বিরাট কোহলি ৯৫টি ওয়ানডে ম্যাচের নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৬৫টি ম্যাচ। ব্যাট হাতে তিনি রান করেছিলেন ৫,৪৪৯। রোহিত শর্মা স্থায়ীভাবে দায়িত্ব পেলেও ইতোমধ্যে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে জয় ৮টি। এই ৮ জয়ের মাঝে এশিয়া কাপের শিরোপাও। কিন্তু কোহলির নেতৃত্বে ভারত বড় কোন ট্রফি জিততে পারেনি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে নতি স্বীকার করেছিল। তবে দ্বি-পাক্ষিক সিরিজে কোহলির অনেক সাফল্য আছে। জিতেছেন অনেক সিরিজ।
এমপি/এএন