আফগানিস্তানের নতুন ভেন্যু কাতার
যুদ্ধ-বিগ্রহের কারণে আফগানিস্তানে আর্ন্তজাতিক ক্রিকেট খেলা হয়ই না। অন্যদেশে ক্রিকেট খেলেই তারা আইসিসির টেস্ট খেলার সনদ পেয়েছে। কিন্তু হোম ভেন্যুতো থাকতে হয়।
সেটি কখনও ছিল ভারতের দেরাদুন, কখনও সংযুক্ত আরব আমিরাত। এবার তারা নতুন করে হোম ভেন্যু করেছে কাতারকে। বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।
কাতারে আফগানিস্তানের অভিষেক হবে নতুন বছরের প্রথম মাসে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। খেলবে ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের তিন ম্যাচের সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২১ জানুয়ারি। ২৩ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর তাদের সিরিজ আছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে। এরপর ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে খেলবে এ্যাওয়ে সিরিজ।।
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের এটি হবে। দ্বিতীয় সিরিজ। প্রথম সিরিজ তারা খেলেছেলি আয়ারল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজ সব কটিতে জিতে আফগানিস্তান পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট।
এমপি/এমএমএ/