চট্টগ্রাম উইজার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ব্যাকবেঞ্চার্স
কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল সিজন-৩ ফাইনালে চট্টগ্রাম উইজার্ডকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ব্যাকবেঞ্চার্স।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল সিজন-৩ টুর্নামেন্টে ২১টি দল অংশ নেয়। আজকের ফাইনাল খেলাসহ ৪৭টি ম্যাচই রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম উইজার্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে টিম ব্যাকবেঞ্চার। ১৩৯ রানের টার্গেট নিয়ে চট্টগ্রাম উইজার্ড ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে অনেকটাই চাপের মুখে পড়ে, পরবর্তীতে দলটির অধিনায়ক অপু কুমার ধর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যক্তিগত ২৪ রানে আউট হয়ে যান। এরপর ধারাবাহিক উইকেট পতন হলেও কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে ৪৩ রানের পার্টনারশিপ করেন ইকরাম আনোয়ার ও সাইদুর রহমান, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রাম উইজার্ড দলের। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় চট্টগ্রাম উইজার্ড।
আয়োজক আমরাই কিংবদন্তি সংগঠনের পক্ষ থেকে ফাইনাল খেলায় বিজয়ী টিম ব্যাকবেঞ্চার্স দলকে এক লাখ টাকা এবং রানার্স আপ চট্টগ্রাম উইজার্ড দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন একরামুল হক ডিউক ও মোহাম্মদ শাকির।
এদিকে, ফাইনালে ব্যাট হাতে ৯ বলে ১৪ রান ও ৪ ওভার বোলিং করে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে ইমরান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ১৪৬ রান ও ৯ উইকেট শিকার করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সুমন সাহা। ২২৯ রান সংগ্রহ করে টুনামেন্ট সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন সাদরুল ইসলাম, ১৪ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হয়েছেন জাহিদুল হাসান খান এবং টুর্নামেন্ট সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন রাফায়েল।
সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) প্ল্যাটফর্মের একটি সংগঠন আমরাই কিংবদন্তি। আমরাই কিংবদন্তির সদস্য সংখ্যা প্রায় ৪৪ হাজার। শিক্ষাবর্ষ ৯৮-৯৯ সাল ভিত্তিতে যারা এসএসসি ২০০০ সাল এবং এইচএসসি ২০০২ সালে পাস করেছেন সেই সব শিক্ষার্থী/পরীক্ষার্থীদের নিয়ে পথ চলছে আমরাই কিংবদন্তি। মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে স্লোগানকে বুকে ধারণ করে ইতোমধ্যে ৫ বছর অতিবাহিত করেছে।
এমএইচ/আরএ/