রবিবার, ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আড়াই দিনের টেস্টও বাঁচাতে পারল না বাংলাদেশ!


পাঁচদিনের টেস্টের প্রায় আড়াই দিনই খেলা হয়নি। প্রথম দিন ৫৭ ওভার, দ্বিতীয় দিন ৬.২ ওভার, তৃতীয় দিন বৃষ্টিতে পরিত্যক্ত, চতুর্থ দিন ৬১.১ এবং শেষ দিন ৮২.২ ওভার। তারপরও সেই টেস্ট বাঁচাতে পারেনি বাংলাদেশ। হেরেছে ইনিংস ও ৮ রানে। পাকিস্তানের ৪ উইকেট ৩০০ রান করে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করে ২০৫ রান। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথম টেস্ট চট্টগ্রাম হেরেছিল ৮ উইকেটে।


হারের আগে ম্যাচ ড্র করার জন্য প্রাণপন লড়াই করেছে বাংলাদেশ। সেই লড়াইয়ে বাংলাদেশ দল অনেকটা সফলই হতে চলেছিল। কিন্তু দিনের খেলা ৫.২ ওভার ২৪ মিনিট বাকি থাকতে অলআউট হয়ে যায়। এই ২৪ মিনিটের মাঝে যদি বাংলাদেশ দল আরো ১৪ মিনিট টিকে থেকে ইনিংস হার এড়াতে পারতো, তা তা’হলে ম্যাচ বাঁচাতে পারতো। কারণ তখন পাকিস্তান দল আর ব্যাটিং করার সময় পেতো না । কারণ একটি দল ব্যাটিংয়ে নামার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়। সেই ১০ মিনিট পার হয়ে যেতো আর পাকিস্তানও ব্যাট করতে নামতে পারতো না।


টেস্ট ক্রিকেটের ২১ বছর পর বাংলাদেশ দল যে এই জায়গায় মোটেই উন্নতি করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট তার সর্বশেষ উদাহরণ। চট্টগ্রাম টেস্ট পাঁচ দিন নিয়ে যেতে পার্রা মাঝে তৃপ্তি খোঁজা হয়। ঢাকা টেস্ট আড়াই দিন খেলা হওয়ার পরও ড্র করার জন্য সংগ্রাম করতে হয়েছে। যদিও শেষ রক্ষা হয়নি। যেভাবে বাংলাদেশ এগুচ্ছে তাতে মনে হবে যেন শুধু খেলার জন্য খেলা। উন্নতি বা জয় পাওয়াটা মূখ্য নয়। টেস্ট খেলে লিমিটেড ওভারের ম্যাচের মতো আর লিমিটেড ওভারের ম্যাচ খেলে টেস্টের মতো!নিদারুণ এই অর্জন নিয়ে বাংলাদেশ দল আগামীকাল ২ টেস্টের সিরিজ খেলতে রওয়ানা হবে নিউ জিল্যান্ডে।যেখানে বাংলাদেশ কোনো ফরম্যাটেই নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি।


শেষ দিন মাত্র ১১ রানে প্রথম ইনিংসের ৩ উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানে ৪ হারিয়ে বাংলাদেশ হারের প্রহর গুনছিল। অনেকেরই শঙ্কা ছিল লাঞ্চের আগে বাংলাদেশ আরো একাধিক উইকেট হারাবে! কোনো রকম প্রথম সেশন পার করতে পারলেও দ্বিতীয় সেশনে খুব বেশি সময় টিকতে পারবে না। কিন্তু সবার সে ধারনাকে ভুল প্রমাণিত করে প্রতিরোধের দেয়াল গড়ে তুলে বাংলাদেশ। এই দেয়াল নির্মাণে ভুমিকা রাখেন যথাক্রমে লিটন (৪৫), মুশফিক, (৪৮) সাকিব (৬৩), মিরাজ (১৪)। মূলত এই চারজনের কারণেই বাংলাদেশ দল টেস্ট ম্যাচকে শেষ সেশনের শেষ সময় পর্যন্ত নিয়ে গিয়েছিল। একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ টেস্ট বাঁচিয়ে দিবে। কিন্তু শেষ প্রতিরোধের জুটি মিরাজ ও সাকিব মাত্র ২ রানের ব্যবধানে ফিরে গেলে বাংলাদেশকে শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়।


পাকিস্তানের পেস ও স্পিনের যৌথ আক্রমণে বাংলাদেশের ব্যাটসম্যানরা সাজ ঘরে ফিরে যেতে থাকেন। শুরুটা করেন দুই পেসার শাহীন শাহ আফ্রিদী ও হাসান আলী। এরা প্রথম ৪ উইকেট ২টি করে ভাগাভাগি করে নেন। তারা ফিরিয়ে দেন সাদমান (২), মাহমুদুল (৬). নাজমুল (৬) ও মুমিনুলকে (৭)।আর শেষটা করেন প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যাসনদের জন্য ‘খলনায়ক’ হয়ে উঠা স্পিনার সাজিদ খান। তিনি ফিরিয়ে দেন লিটন (৪৫), সাকিব (৬৩), খালেদ (০) ও তাইজুলকে (৫)। বাবর আজমও বল হাতে তুলে মিরাজের (১৪) উইকেট পকেটে ভরে নেন। টেস্ট ক্যারিয়ারে তিনি এই টেস্টেই প্রথম ইনিংসে প্রথম বল হাতে তুলে নিয়েছিলেন।আগের দিন করেছিলেন ১ ওভার। সেই ওভারেই বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি উইকেট পেয়ে যান।


বাংলাদেশের প্রতিরোধের দেয়াল তৈরি হয় ২৫ রানে ৪ উইকেট হারানোর পর। লিটন-মুশফিক জুটি বেঁধে দলকে উপহার দেন ৭৩ রান। এই রান আরো বাড়তে পারতো যদি না লিটন দাস আত্মাহুতি না দিতেন। সাজিদের বল পুল খেলতে গিয়ে স্কয়ার লেগে ফাওয়াদ আলমকে ক্যাচ অনুশীলন করান। প্রথমবার হাত ফসকে বের হয়ে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই তালুবন্দি করেন ফাওয়াদ। লিটন যেভাবে খেলছিলেন,তাতে সময়ের দাবী বিবেচনা করে এর্ কম শট খেলা মোটেই উচিত হয়নি। এই জুটি ভেঙ্গে যাওয়ার পর ষষ্ট উইকেট জুটিতে মুশফিক ও সাকিব মিলে আরেকটি প্রতিরোধ গড়ে তুলেন। ৪৯ রানে ভাঙ্গে এই জুটি। এই জুটিও অনেক দুর যেতে পারতো। কিন্তু ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে মুশফিক রান আউটের কবলে পড়েন। বাঁচার জন্য ঝাঁপিয়ে পেড়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্রিজে পৌছে গেলেও ব্যাট ছিল উপরে।


মুশফিক ফিরে যাওয়ার পর সাকিব ও মিরাজ মিলে দলকে প্রায় বাঁচিয়েই দিয়েছিলেন। জুটিতে ৫১ রান যোগ হওয়ার পর মিরাজ আউট হন বাবর আজমের বলে সুইপ করতে গেলে তার প্যাডে লাগে। পাকিস্তানের ফিল্ডারদের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিয়ে বাবর আজম পেয়ে যান প্রথম টেস্ট উইকেট। জুটি ভাঙ্গার আগে সাকিব পেয়ে যান ক্যারিয়ারের ২৬তম ফিফটি। মিরাজ আউট হওয়ার ২ রান পরেই সাজিদের বল একটু বাঁক খেয়ে ভেতরে ঢুকার সময় সাকিব পেছনে সরে গিয়ে রক্ষাণাত্বক খেলতে চেয়েছিলেন। কিন্তু বল গিয়ে তার স্ট্যাম্পে আঘাত হানে। তখন দলের রান ২০০। দিনের খেলা শেষ হতে বাকি তখনো ১৩.১ ওভার। লেজের দিকের ৩ ব্যাটসম্যান তাইজুল, খালেদ আর এবাদতের পক্ষে ঠিকে থাকা ছিল কঠিন। তারপরও তারা রান সংগ্রহে না গিয়ে টিকে থাকার দিকে মনযো দেন। এক পর্যায়ে ৩৬ বলে কোনো রানই তারা সংগ্রহ করেননি। এর মাঝে খালেদকে ফিরিয়ে দেন সাজিদ। ব্যাটের কানায় লেগে বল জমা হয় উইকেটের পেছনে রিজওয়ানের গøাভসে। শেষ জুটিতে তাইজুল-এবাদতও টিকে থাকার শেষ চেষ্টা করেছিলেন। টানা ৪ ওভার মেডেন দেন। পঞ্চম ওভারে ১ রান নেন। কিন্তু এরপরই সাজিদের ওভারের চতুর্থ বলে তাইজুল এলবিডবিøউর শিকার হলে বাংলাদেশের সব প্রতিরোধ শেষ হয়ে যায়। তখনো বাকি ছিল ৫.২ ওভার। লড়াই চালিয়ে যাওয়ার জন্য রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।


ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসেই সাজিদ খান প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে সেরা বোলিং করার পর দ্বিতীয় ইনিংসে নেন আরো ৪ উইকেট। ম্যাচে ১২ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচ সেরা। আর সিরিজের সেরা হয়েছেন আবিদ আলী।

 


এমপি

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে মনোনীত করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নির্বাহী আদেশে তিনি জানান, এটি দেশটির জাতীয় সংহতি বৃদ্ধিতে সহায়তা করবে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ইংরেজি যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলিত। তবে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে দেশের অভ্যন্তরে ভাষাগত সংহতি নিশ্চিত করা প্রয়োজন। এতে আরও বলা হয়, “একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের জন্য একটি জাতীয় ভাষা থাকা জরুরি। নাগরিকদের স্বাধীনভাবে এক ভাষায় ভাব বিনিময় করা জাতীয় মূল্যবোধকে শক্তিশালী করবে এবং সমাজকে আরও সুসংহত ও দক্ষ করে তুলবে।”

ট্রাম্পের এই আদেশ ১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার একটি নির্বাহী আদেশকে রদ করেছে। ওই আদেশে ফেডারেল সংস্থা এবং ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অ-ইংরেজি ভাষাভাষীদের জন্য ভাষাগত সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, সংস্থাগুলো এখনো নমনীয়ভাবে নির্ধারণ করতে পারবে যে, তারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কতটুকু সহায়তা দেবে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৩৫০টিরও বেশি ভাষায় কথা বলা হয়। তবে আদেশে উল্লেখ করা হয়েছে, “আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার সময় থেকেই ইংরেজি জাতির ভাষা হিসেবে প্রচলিত এবং স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানসহ সব ঐতিহাসিক দলিল ইংরেজিতে রচিত হয়েছে।”

যুক্তরাষ্ট্রে ইংরেজি সংখ্যাগরিষ্ঠ ভাষা হলেও ২০১৯ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬ কোটি ৮০ লাখ মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলে। ধারণা করা হয়, এর মধ্যে ৪ কোটির বেশি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন।

ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহ থেকেই ট্রাম্প তার ডানপন্থী নীতিগুলো বাস্তবায়নে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন। তার অনেক আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। নতুন আদেশের ক্ষেত্রেও সমালোচকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের বহুভাষিক সংস্কৃতির পরিপন্থী এবং অ-ইংরেজি ভাষাভাষীদের জন্য সমস্যার কারণ হতে পারে।

Header Ad
Header Ad

সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু। ছবি: সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক এবং মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা মোট ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রোববার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, আমীর হোসেন আমুর নামে ১৫টি, তার স্ত্রী সাঈদা হকের নামে ১৩টি, মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি এবং তাদের সংশ্লিষ্ট জেরিকো কোম্পানির একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

গোপন সূত্রের বরাত দিয়ে দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তারা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের পরিকল্পনা করছেন। ফলে, অবৈধভাবে অর্জিত এসব অর্থ যাতে উত্তোলন বা স্থানান্তর করা না যায়, সে জন্যই আদালতের এই আদেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি পিছিয়ে আগামী ৮ মে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির জন্য এই নতুন দিন নির্ধারণ করেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে, আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ১৯ জানুয়ারি আবেদনকারীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছিল। এরপর ১১ ফেব্রুয়ারি আবেদনগুলো আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে এবং তার ধারাবাহিকতায় আজ পুনরায় শুনানিতে উপস্থাপন করা হয়।

সুপ্রিম কোর্টের এই শুনানির ফলাফলের ওপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত ভবিষ্যৎ আইনি সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ
সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে
লেবুর ডাবল সেঞ্চুরী
দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ
বিরামপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
দর্শনায় ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় মিললো বান্ডিল বান্ডিল টাকা
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা  
আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান  
দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি  
আজ রাতে তাপমাত্রা বাড়তে পারে  
‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার ১০    
১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন    
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন  
নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই  
খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ৩ মার্চ  
মুক্তিযোদ্ধার নাতি সেজে পুলিশে ১২ বছর চাকরি, অবশেষে গ্রেপ্তার
রোজার মাধ্যমে শুধুই আত্মিক নয়, শারীরিক অনেক রোগেরও নিরাময়  
মধ্যরাতে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, বাধা বিজিবির