দুই পাকিস্তানির দাপটে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের
ছবি: সংগৃহীত
রংপুর রাইডার্সের জয়রথ অব্যাহত রয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়ে চলতি বিপিএলে টানা অষ্টম জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এ জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নেওয়া প্রথম দল হিসেবে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে রংপুর।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা রংপুর রাইডার্স ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে সংগ্রহ করে ১৬৪ রান। ইনিংসের শুরুতে বিনুরা ফার্নান্ডো ও মারুফ মৃধার সুইংয়ে চাপে পড়ে দুই ওপেনার তৌফিক খান ও স্টিভেন টেলর। যদিও সাইফ ও টেলর মিলে একটি জুটি গড়েন, তবে দ্রুত রান তুলতে পারেননি। এরপর টানা তিন ওভারে সাইফ, টেলর ও ইফতিখার আহমেদের উইকেট হারায় দলটি।
এরপর খুশদিল শাহ একাই ইনিংসের গতি বাড়ান। মারুফ মৃধার পর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের এক ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। খুশদিল ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এবং ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে শেখ মেহেদী ১২ বলে ১৭ রান করেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন শেষ বলে ছক্কা মেরে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন। চিটাগংয়ের বোলারদের মধ্যে আলিস আল ইসলাম ২৮ রানে ও মোহাম্মদ ওয়াসিম ৪২ রানে ২টি করে উইকেট নেন।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগং শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শামিম হোসেন পাটোয়ারি ৩১ বলে ৩৮ রান করে দলের হারের ব্যবধান কমালেও জয়ের দৌড়ে রাখতে ব্যর্থ হন। ফলে ১৩১ রানে থামে তাদের ইনিংস।
এ জয়ে রংপুর রাইডার্স টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে। অন্যদিকে, ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চিটাগং দুই নম্বরে এবং নেট রান রেটে পিছিয়ে থাকা বরিশাল ৩ নম্বরে অবস্থান করছে।