আইপিএলে ফিরেই বুমরাহর রেকর্ড
জাসপ্রিত বুমরাহ। ছবি: সংগৃহীত
আইপিএলের গত মৌসুমে ইনজুরির কারণে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। তবে চলতি আসরে ফিরে এসেই নিজের চেনা রূপটা ফিরে পেয়েছেন। গতকাল রোববার মুম্বাইয়ের হয়ে ফিরেছেন আইপিএলের মঞ্চে। আর ফেরার পর প্রথম ম্যাচেই গড়লেন রেকর্ড।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই।
দল না জিতলেও এদিন দারুণ একটি রেকর্ড করেছেন মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহ। গত আসরে ইনজুরির কারণে খেলতে না পারলেও দলের তীক্ষ্মতার কমেনি বুমরাহের। আইপিএলে ফিরেই দারুণ একটি ম্যাচ খেললেন এই পেসার।
গুজরাটের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন বুমরাহ। এতে আইপিএলের সব বোলারকে ছাড়িয়ে গেছেন তিনি।
এ নিয়ে মোট ১৭ বার ৩ উইকেট শিকার করার কীর্তি গড়েছেন বুমরাহ। যা আইপিলের ইতিহাসে আর কেউ করতে পারেনি। হৃদিমান শাহা, শাই সুদর্শন ও ডেভিড মিলারকে ফিরিয়ে দারুণ এই রেকর্ডটি করেন বুমরাহ।
আইপিএলে মোট ১২১ ম্যাচ খেলেছেন বুমরাহ। উইকেট শিকার করেছেন ১৪৮টি। আর মাত্র ২ উইকেট নিতে পারলে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারবেন বুমরাহ।