সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাবরকে কোহলির জার্সি উপহার,আকরামের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ উত্তাপ ছড়াতে পারেনি তেমন। শুরুতে লড়াই জারি রাখলেও একসময় খেই হারিয়ে ফেলে পাকিস্তান। সহজ জয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো রোহিত শর্মার ভারত। এরপর মাঠের মধ্যেই বিরাট কোহলির কাছ থেকে জার্সি নিয়েছেন পাকিস্তান দলপতি। বাবর আজমের এই কাণ্ডে তার ওপর চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার (১৪ অক্টোবর) বাবর আজমদের বিপক্ষে হেসেখেলে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। এই ম্যাচ নিয়ে ওয়ানডে বিশ্বকাপের এখন পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই মোকাবিলায় প্রত্যেকবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

প্রতিপক্ষের লক্ষাধিক দর্শকের সামনে এমন লজ্জার হারে খানিকটা অস্বস্তিতেই থাকার কথা পাকিস্তান দলের। অধিনায়ক বাবর আজমের বেলায় তো সেটা আরও সত্যি। তবে ম্যাচের পর দারুণ কিছুই হয়েছে তার সঙ্গে।

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? এমন প্রশ্নের উত্তরে বাবর আজম এবং বিরাট কোহলির নামই আসবে সবচেয়ে বেশি। অনেকে তো মেসি-রোনালদোর মতো চিরপ্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছেন এই দুজনকে। তবে মাঠের বাইরে কোহলি-বাবর সম্পর্ক ঠিক কতোটা মধুর সেটা আবারও প্রমাণ করলেন এই দুজন।

শনিবার ম্যাচ শেষে বাবর আজমকে নিজের জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচশেষে টিভি স্ক্রিনে দেখা যায়, মাঠের এক কোণায় একসঙ্গে দাঁড়িয়ে আছেন বিরাট এবং বাবর। এসময় কোহলিকে তার জার্সি তুলে দিতে দেখা যায় বাবরের হাতে। প্রতিবেশী দেশের তারকা এই ক্রিকেটারের জার্সি নিঃসন্দেহে আরও অনুপ্রেরণা জোগাবে বাবরকে।

এদিকে, ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তাতে ১৯১ রানেই থেমে যায় বাবরদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

প্রতিপক্ষের লক্ষাধিক দর্শকের সামনে এমন লজ্জার হারে খানিকটা অস্বস্তিতেই থাকার কথা পাকিস্তান দলের। অধিনায়ক বাবর আজমের বেলায় তো সেটা আরও সত্যি। তা সত্ত্বেও মাঠের মধ্যেই কোহলির কাছ থেকে জার্সি নিয়ে তোপের মুখে পড়েছেন বাবর।

এ ঘটনা নিয়ে পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘মাঠের মধ্যেই কোহলির সঙ্গে বাবরের দেখা করা উচিত হয়নি। তখনার পরিস্থিতিটা তো এমন ছিল না। ওর (বাবর) উচিত ছিল গোপনে জার্সি নেয়া।’

Header Ad
Header Ad

শিল্পকলার সাবেক ডিজি লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিল্পকলার সাবেক ডিজি মোহাম্মদ লিয়াকত আলী লাকী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিয়োগে লিখিত পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের মামলা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সুমিত্রা সেন গত ৬ অক্টোবর বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য আসামিরা হলেন- শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কালচারাল অফিসার আল মামুন, মো. হামিদুর রহমান, বেগম সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, বেগম বুনা লায়লা মাহমুদ, সহকারী পরিচালক (বাজেট ও প্ল্যানিং) বেগম সামিরা আহমেদ, স্টেজ ম্যানেজার বেগম রহিমা খাতুন, গাইড লেকচারার মো. মাহাবুবুর রহমান, ইন্সট্রাকটর (সংগীত ও যন্ত্র) বেগম মীন আরা পারভীন, ইন্সট্রাকটর (নৃত্য) বেগম প্রিয়াংকা সাহা, যন্ত্রশিল্পী (গ্রেড-৩) নারায়ণ দেব লিটন ও মোহাম্মদ জিয়াউল আবেদীন, নৃত্যশিল্পী (গ্রেড-৩) বেগম লায়লা ইয়াসমিন, বেগম মিফতাহুল বিনতে মাসুক, বেগম আলকা দাশ প্রাপ্তি ও বেগম সুমাইতাহ তাবাসসুম খানম, কণ্ঠশিল্পী বেগম রোকসানা আক্তার রূপসা, আবদুল্লাহেল রাফি তালুকদার, মো. সোহানুর রহমান, বেগম আবিদা রহমান সেতু ও বেগম মোহনা দাস এবং ক্যামেরাম্যান (জনসংযোগ) মো. রুবেল মিয়া।

আজ (সোমবার) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগের লিখিত পরীক্ষার নম্বরপত্রে পরস্পর যোগসাজশে জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। আসামিরা অসৎ উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ১০টি পদে ২৩ জন প্রার্থীকে নিয়োগ দেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ করে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ সরকারি তহবিল থেকে নেওয়া ৮ কোটি ২৮ লাখ ৪৯৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

Header Ad
Header Ad

মিউজিক ফেস্ট মঞ্চে বিপিএল উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা  

বিপিএল উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা । ছবি: সংগৃহীত

বিপিএলের ১১তম আসরের ব্যাট-বলের লড়াই শুরু হবে ৭ দিন পর আগামী ৩০ ডিসেম্বর থেকে। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় আসিফ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

একই অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।'

'অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’-যোগ করেন তিনি।

বিপিএলের এই মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও আছেন এই আয়োজনে।

 

Header Ad
Header Ad

দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে দুই নারী উদ্ধার; পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে দু'বাংলাদেশী নারীকে উদ্ধার করেছে বিজিবি। এক পাচারকারীকে আটক করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে টহল টিম তাদেরকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়,ভোর রাত সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৫/৩ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্জতী জয়নগর মাঠের মধ্যে হতে সীমা আক্তার (৩৪) ও সঙ্গীতা বৈরাগী (২০) কে উদ্ধার করে।

সীমা আক্তার ঢাকা দক্ষিণ সিটির মেরাদিয়া মধ্য পাড়ার শাহজাহান আলী মেয়ে। সঙ্গীতা বৈরাগী গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ার হাজরাবাড়ী গ্রামের তরানী বৈরাগীর মেয়ে। এ সময় পাচারকারী দর্শনা জয়নগর গ্রামের মহিদুল ইসলামের ছেলে শাহিন(২৪) কে আটক করেছে বিজিবি।

এ ছাড়াও পাচারের সাথে জড়িত পলাতক আরো তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তারা হলো; জয়নগর গ্রামের ইউনুসের ছেলে রাশেদ (৩০), আমিরের ছেলে সোহেল (২৬) ও আশরাফুলের ছেলে শরিফুল (২২)।

উদ্ধার দু'নারীকে দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, উদ্ধার হওয়ার সীমা আক্তার বাদী হয়ে পাচারকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি যশোরের মানবাধিকার সংস্থা 'রাইটস যশোরে'র সাথে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় এসে ভিকটিমদের নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

ওসি আরো জানান, ভারতে নিয়ে ভাল বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাচার করছিল পাচারকারীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিল্পকলার সাবেক ডিজি লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মিউজিক ফেস্ট মঞ্চে বিপিএল উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা  
দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে দুই নারী উদ্ধার; পাচারকারী আটক
১৫ বছরে বিএনপি আন্দোলনে ছিল বলেই শেখ হাসিনা পালিয়েছে: ফখরুল
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল
শিক্ষার্থীদের গ্রাফিতিতে লেখা জয় বাংলা মুছে দিলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল
বাংলাদেশের কাছে ত্রিপুরা ২০০ কোটি রুপি পাওনা রয়েছে: মুখ্যমন্ত্রী
হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসিতে ঝোলার জন্য: নাহিদ
চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার: চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু  
সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার
বাংলাদেশে রফতানি বন্ধ: ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা
সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস
টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে কূটনৈতিক চিঠি
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল
পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি ভাইরাল
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা