ঢাকা টেস্ট
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে এলেও এর প্রভাব বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টে বেশ ভালোভাবেই পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু করাই সম্ভব হয়নি।
প্রথম দিনও বেশ ভালোই প্রভাব পড়েছিল। তৃতীয় সেশনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। সব মিলিয়ে খেলা হয়নি আড়াই ঘণ্টা। যে কারণে দ্বিতীয় দিন থেকে আধঘণ্টা আগে খেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু তাও সম্ভব হয়নি।
হেমন্তের বিদায় বেলা আর শীতের আগমনী বার্তায় ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রবিবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই ছিল আকাশ মেঘাচ্ছন্ন। দুই দলের ক্রিকেটাররা যথাসময়েই মাঠে এসে অনুশীলন করেন; কিন্তু তখনো কোনো বৃষ্টি ছিল না। পরে সকাল ৯টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির শুরু হয়। যে কারণে আম্পায়াররা আর মাঠ পরিদর্শনেই আসেননি। তাদের মাঠ পরিদর্শনে আসার কথা ছিল সকাল সোয়া নয়টায়। ফলে পিচ কাভারও তুলার প্রয়োজন পড়েনি। ফলে খেলা শুরু হতে অনেক বিলম্ব হবে।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫৭ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন। বাংলাদেশর হয়ে দুটি উইকেটই নিয়েছিলেন তাইজুল।
এমপি/এসএ/