দুই সপ্তাহের মধ্যে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: নাজাম শেঠি
এখনো ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। অথচ সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরুর সূচি রয়েছে। সময়ে ঘনিয়ে এলেও ভেন্যু জটিলতার কোনো সুরাহা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অফিসিয়ালি এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। দেশটিতে খেলতে নারাজ ভারত। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ‘হাইব্রিড মডেল’ উপস্থাপন করেছে পিসিবি। স্বাগতিক বোর্ডের এই মডেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
পিসিবির চাওয়া ভারতের ম্যাচগুলো হোক সংযুক্ত আরব আমিরাতে এবং এশিয়া অন্য দলগুলো লড়তে তাদের দেশে। কিন্তু টুর্নামেন্টের সময় আমিরাতে গরম থাকবে বলে সেখানে খেলতে রাজি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই নতুন করে শঙ্কা জেগেছে এসিসির টুর্নামেন্টটি নিয়ে।
পাকিস্তান তাদের অবস্থানে অনড়। কোনোভাবেই হোস্টিং অধিকার হারাতে চায় না পিসিবি। যদিও তাদের দেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয়, তাহলে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়ে রেখেছে তারা।
এশিয়া কাপ নিয়ে সবশেষ আপডেটে নাজাম শেঠি বলেছেন, ‘কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে এশিয়া কাপ ক্রিকেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।’
এমএমএ/