দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগ্রেসদের ভরাডুবি
ইতিহাস গড়া জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। সেই ছন্দ ধরে রাখতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগ্রেসদের ভরাডুবি হয়েছে। তাদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১১ মে) কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১০০ রানের অলআউট হয় বাংলাদেশ। অল্প রান তাড়ায় ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কান মেয়েরা।
প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছিল নিগারের হার না মানা ৭৫ রানের ইনিংসের সুবাদে। দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি টাইগ্রেস অধিনায়ক। ১৭ বল খেলে করেন মোটে ৭ রান। নিগার ছাড়া আরও ৬ টাইগ্রেস ব্যাটার ব্যর্থ হন দুই ঘরের রানে পৌঁছাতে।
দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার শামিমা সুলতানা এবং তিনে নামা সোবানা মোস্তারির ব্যাট থেকে। দুই অঙ্কের ঘরে পৌঁছানো অপর দুই ব্যাটার হলেন-রুবাইয়া হায়দার (১৬) এবং মুর্শিদা খাতুন। শেষ দিকে ব্যাটিং ধসে বাংলাদেশের ইনিংস থামে ১৮.৩ ওভারে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সঠিক পথে ছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের খাতায় যোগ হয় ৪৩ রান। প্রতিপক্ষ দলের অধিনায়ক চামারি আতাপাত্তুকে (৩৩) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাবেয়া খান। ফাহিদা খাতুন শিকার বানান ভিশমি গুনারত্নে (১২) এবং নিলাক্ষী ডি সিলভাকে (৪)।
তৃতীয় উইকেট জুটিতে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন হর্ষিতা সামারাবিক্রমা এবং কাভিসা দিলহারি। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ২৯ ও ২০ রানে। একই ভেন্যুতে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
এমএমএ/