অধিনায়ক নিগারের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রথম জয়
শ্রীলঙ্কা সফরে গিয়ে বাংলাদেশের মেয়েরা আর ইংল্যান্ড গিয়ে ছেলেরা পড়েছিল বৃষ্টির কবলে। বেশি ভোগাচ্ছিল মেয়েদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুইটিই খেলতে পারেনি বৃষ্টির কারণে। প্রথমটিতে হারের কারণে পরে সিরিজ হেরেছিল। আর ছেলেরা ইংল্যান্ডে গিয়ে বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনও করতে পারেনি। বৃষ্টিতে ভেসে গিয়েছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ।
অবশেষে বৃষ্টিকে জয় করে আজ দুই দলই দুই জায়গাতে খেলতে নামতে পেরেছে। এটি ছিল দুই দলের জন্যই বিরাট বড় এক সুখবর। এই সুখবরে আরও বেশি বাতাস লেগেছে মেয়েরা জয় পাওয়াতে। জয়ী হয়েছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার করা ৬ উইকেটে ১৪৫ রান বাংলাদেশ দল ৪ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখেই পাড়ি দেয়।
শ্রীলঙ্কার বিপক্ষে এটি ছিল বাংলাদেশের ৯ বছর পর জয়। সর্বশেষ তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল ২০১৪ সালে। এরপর শ্রীলঙ্কা একে একে টানা সাত ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। আর রান তাড়ায় নতুন রেকর্ড। আগের সর্বোচ্চ রেকর্ড ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ১৪২ রান তাড়া করে জয়।
বাংলাদেশের এই জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ত নিগার সুলতানা জ্যোতি। তিনি ৫১ বলে ২ ছক্কা ও ৭ চারে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন।
১৪৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দল শুরুতেই হারায় দুই ওপেনারকে। শামীমা সুলতানা ৫ ও রুবাইয়া হায়দার ৯ রান করে বিদায় নেওয়ার সময় দলের রান ছিল ২ উইকেটে মাত্র ২৩। এরপর চারে নেমে নিগার আর পিছু হাঁটতে দেননি দলকে। শবনম মুশতারি ও রিতু মনিকে নিয়েই তিনি বজিমাত করেন।
তৃতীয় উইকেট জুটিতে নিগার শনবনকে নিয়ে ৫১ রান যোগ করেন ৬.৩ বলে। শবনম ২৪ বলে এক বাউন্ডারিতে ১৭ রান করে আউট হওয়ার পর সেরা জুটি গড়ে উঠে নিগারও রিতুর মাঝে চতুর্থ উইকেট জুটিতে। তারা ৮.৩ ওভারে ৭১ রান যোগ করেন।
দলের রান সমান করার পর রিতু আউট হয়ে যান ২৩ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রান করে। এই জুটির কারণে শেষ ওভারে বাংলাদেশের টার্গেট ছিল ৮ রানের। প্রথম বলেই রিতু বাউন্ডারি মেরে টার্গেটকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসেন। পরের ২ বলে ৩ রান আসলে রান সমা হয়ে যায়। চতুর্থ বলে রিতু মনি আউট হওয়া সময় বল বাকি ছিল ২টি। নতুন ব্যাটসম্যান মুর্শিদা খাতুন এসে স্ট্রাইক পাননি।
জয়সূচক রান আসে নিগারের ব্যাট থেকে। তিনি হাফ সেঞ্চুরি করেন ৩৬ বলে চার ছিল ৬টি ছক্কা ১টি। শেষ পর্যন্ত তিনি ৫১বলে ২ ছক্কা ও ৭ চারে ৭৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েমাঠ ছাড়েন। আর জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের চার ব্যাটসম্যান অধিনায়ক চামিরা আতাপাত্তুর ২৮, ভিশমি গুনারত্নের ১১, হারসিতা সামারাবীক্রমার ৪৫ ও নিলাকসি ডি সিলভার অপরাজিত ২৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছিল। দলের আর কোন ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। ফাহিমা খাতুন ২২ রানে নেন ২ উইকে।ট। ১টি করে উইকেট নেন তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
এমপি/এমএমএ/