আল হিলালে যাচ্ছেন মেসি, সঙ্গী হবেন বার্সার বাসকেতস-আলবা
ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখানো পথে হাঁটবেন লিওলে মেসি। এই গ্রীষ্মে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন আর্জেন্টাইন খুদেরাজ। সেখানে তার সঙ্গী হবেন বার্সেলোনার সার্জিও বাসকেতস এবং জর্দি আলবা। সোমবার এই ব্রেকিং দিয়েছে স্প্যানিশ সংবাদমাদ্যম এল চিরিংগুইতো।
কিছুদিন আগে সপরিবারে সৌদি ভ্রমণে যান মেসি। ভ্রমণের অনুমতি না নেওয়ায় পিএসজি কর্তৃপক্ষ দুই সপ্তাহ নিষিদ্ধ করেছে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে। বলা হয়েছিল, নিষেধাজ্ঞার সময়কালে পার্ক দেস প্রিন্সেসে অনুশীলন করতে পারবেন না তিনি এবং পাবেন না দুই সপ্তাহের বেতন।
আজই আবার পিএসজি তাদের অফিসিয়া টুইটার পেজে মেসির অনুশীলনের ছবি প্রকাশ করেছে। তবে কোথায় বা কখন ঘাম ঝরিয়েছেন আর্জেন্টাইন তারকা সে সম্পর্কে কিছু বলা হয়নি। এরই মধ্যে মেসির ভবিষ্যত নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছিল স্প্যানিশ সংবাদমাধ্যমটি।
এল চিরিংগুইতোর প্রতিবেদন মতে, আল হিলালের ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত মেসি। সৌদি ক্লাবটির সঙ্গে ২ বছরের চুক্তি করবেন বার্সা মিডফিল্ডার বাসকেতস এবং ক্যাম্প ন্যু ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশে যেতে সম্মত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার আলবা।
এমএমএ/