বাফুফের তদন্ত কমিটি প্রয়োজনে ডাকবে সালাম মুর্শেদীকে
ফিফার আর্থিক কেলেঙ্কারিতে অধিকতর তদন্ত করার জন্য বাফুফে গঠিত তদন্ত কমিটি প্রয়োজনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালামে মুর্শেদীকেও ডাকবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তদন্ত কমিটি রবিবার (৭ মে) প্রথম সভা করে। রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা ৩০ কার্য দিবস সময় চেয়েছে।
আর্থিক কেলেঙ্কারি জন্য ফিফা বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে। পাশাপাশি সালাম মুর্শেদীসহ বাফুফের আরও ২ জন স্টাফকেও শোকজ করে। তদন্ত কমিটি আবু নাঈম সোহাগকে না ডাকলেও রিপোর্টে যাদের নাম এসেছে তাদের ডাকবে। যেখানে নাম আছে সালাম মুর্শেদীরও।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘তাকে (আবু নাঈম সোহাগ) আমরা ডাকব না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয় সিদ্ধান্ত নিয়েছে।’ সালাম মুর্শেদীর ব্যাপারে তিনি বলেন, ‘প্রয়োজনে তার সঙ্গে আলাপ করা হতে পারে।'বাফুফের বেতনভুক্ত যে দুই জনের নাম এসেছে তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত করা হবে, না রেখেই করা হবে?’
এ ব্যাপারে জানতে চাওয়া হলে কাজী নাবিল আহমেদ বলেন, ‘সামনে তাদের ডাকা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে না তদন্ত অবস্থায় অব্যাহতি প্রদান করা হবে।’
এমপি/এমএমএ/