অগ্রণী ব্যাংককে হারিয়ে প্রিমিয়ারে টিকে গেল শাইনপুকুর
শাইন পুকুরের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকলেও প্রিমিয়ার বিভাগে টিকে থাকার জন্য অগ্রণী ব্যাংকের জয় ছিল অত্যাবশাকীয়। কারণ প্রথম পর্বে তারা শাইনপুকুরের কাছে হেরেছিল ৮ উইকেটে।
রবিবার (৭ মে) তারা গেলে দুই দলের পয়েন্টই হবে ৮ করে। কিন্তু হেড টু হেডে শাইনপুকুর এগিয়ে থাকায় তারাই টিকে যাবে। শেষ পর্যন্ত শাইনপুকুরই টিকে গেছে ১৪০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে। এর ফলে অ্রগ্রণী ব্যাংক এক মৌসুম খেলেই আবার প্রথম বিভাগে ফিরে গেল। আগেই প্রথম বিভাগে নেমে গিয়েছিল তাদের মতোই প্রথমবার প্রিমিয়ারে উঠে আসা ঢাকা লিওপার্ডস।
এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক টস হেরে শাইনপুকুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে নিজেদের পায়ে নিজেরাই যেন কুড়াল মারে। ম্যাচ সেরা অমিত হাসানের (১১৫) সেঞ্চুরির সঙ্গে খালিদ হাসানের ৬৩ রানের ইনিংসে ভর করে শাইনপুকুর ৫ উইকেটে ৩১৬ রানের মজবুত সংগ্রহ গড়ে তুলে। অমিত ১৩৩ বলে ১০ চারে ১১৫ রান করে এনামুলের বলে শামসুল ইসলামেরে হাতে ধরা পড়ে বিদায় নেন। খালিদ ৬১ বলে ২ ছক্কা ও ৫ চারে ৬৩ রান করে আউট হন আরিাফাত সানির বলে। এ ছাড়া, জিসান আলম ৪৭ ও মাহফুজুল ইসলাম অপরাজিত ৩৩ রান করেন। এনামুল হক ৫০ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে মোটেই ভালো করতে পারেনি অগ্রণী ব্যাংক। নাঈম আহমেদ একাই ধসিয়ে দেন অর্ধেক ইনিংস। ৪৩ রানে নেন তিনি ৫ উইকেট। তার সঙ্গে হাসান মুরাদ ১৯ রানে তুলে নেন ৪ উইকেট। ফলে ৪২.৪ ওভারে ১৭৬ রানে তারা অলআউট হয়ে যায় অগ্রণী ব্যাংক। ওয়ান ডাউনে নামা জহুরুল ইসলাম করেন সর্বোচ্চ ৫২ রান। ওপেনার সাদমান ইসলাম ৩২ ও অধিনায়ক মার্শাল আইয়ুব করেন ৩০ রান।
এমপি/এমএমএ/