ভালো সম্ভাবনা দেখছেন সালাউদ্দিন
সবার তোপের মুখে কাজী সালাউদ্দিন। সাংবাদিকদের বাবা-মা নিয়ে আপত্তিকর মন্তব্যে বিন্দুমাত্র ছাড় পাননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি। তার পদত্যাগ এখন গণদাবি। এরই মধ্যে সাফ সভাপতি হিসেবে সালাউদ্দিন জানিয়েছেন, সাফ ক্লাব কাপ নিয়ে ভালো সম্ভাবনা দেখছেন তিনি।
শনিবার (৬ মে) দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ছিল। যা শেষে নির্বাহী কমিটির সভা হয়। সভায় ক্লাব কাপ ছাড়াও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার ক্লাবগুলোকে নিয়ে সাফ ক্লাব কাপ আয়োজনের আলোচনা চলছে অনেক দিন ধরে। কিন্তু কোনো কিছুই আলোর মুখ দেখছে না নানা জটিলতায়।
কংগ্রেস ও নির্বাহী কমিটির সভা শেষে সালাউদ্দিন বলেছেন, ‘মার্কেটিং প্রতিষ্ঠান আগামী বছর থেকে সাফ ক্লাব কাপ আয়োজনে খুব আশাবাদী। সামনের তিন মাস তারা এ নিয়ে কাজ করবে। কীভাবে এটি বাস্তবায়ন করা যায়। এরপর আমরা সভার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের ড্র পিছিয়ে একদিন। এ বিষয়টি নিশ্চিত করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘১২ মের পরিবর্তে ২১ মে ব্যাঙ্গালুরুতে ড্র করার সিদ্ধান্ত হয়েছে। অষ্টম দলের জন্য ১৫ মে পর্যন্ত চেষ্টা করা হবে (এখন পর্যন্ত সাফের ৭ দল নিশ্চিত হয়েছে)।’
এমএমএ/