নিউজিল্যান্ড না যেতে বিসিবিকে সাকিবের চিঠি

সাকিব আল হাসান
নিউজিল্যান্ড সফরে ১৮ সদস্যের দল ঘোষণার পরই সাকিব আল হাসান বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, তিনি নিউজিল্যান্ড সফরে যাবেন না।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে নির্বাচকরা নিউজিল্যান্ড সফরের জন্য সাকিবকে দলে রেখেই দল ঘোষণা করেছিল। কিন্তু সাকিবের দলে থাকা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। কারণ, তিনি যে নিউজিল্যান্ড যাবেন না সে গুঞ্জন বেশ ভালোভাবেই ছড়িয়েছিল।
এ নিয়ে সংবাদ সম্মলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও জানিয়েছিলেন সাকিব তাদের লিখিতভাবে কিছু জানাননি। যদি তিনি লিখিতভাবে জানান তাহলে সেটা ভেবে দেখা হবে। একই কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
সাকিব নিউজিল্যান্ড না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন। এ ব্যাপারে জানার জন্য বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি। তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল রওয়ানা হবে ৯ ডিসেম্বর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি টেস্ট খেলবে তারা। প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি। এই দুই টেস্টের জন্য দলের সফর কোয়ারেন্টিনসহ ৪০ দিনের।
এমপি/এমএমএ/
