রিভিউ চেয়ে হাসির খোরাক হলেন অশ্বিন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে টেস্টে হাসির খোরাক হলেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কারণ বোল্ড হয়েও রিভিউ চেয়ে বসলেন অশ্বিন।
ভারত ও নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় টেস্ট চলছে। এই টেস্টের ভারতের প্রথম ইনিংসের ৭১.৫ ওভারে হাস্যকর ঘটনা ঘটালেন রবিচন্দ্রন অশ্বিন।
বোলিংয়ে ছিলেন কিউই বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। তার বাইরে যাওয়া একটি ডেলিভারি অশ্বিনের অফ স্টাম্প ছিটকে দেয়। এরপরও রিভিউ চান তিনি। অন্যদিকে উকেট পড়ার আনন্দে মেতে উঠেন কিউইরা।
পরে নিজের ভুল বুঝতে পেরে সাজঘরে ফিরে যান অশ্বিন। তবে ততক্ষণে তার সেই কান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
শেষ খবর পর্যন্ত প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২৫। এর মধ্যে সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। ১৭টি বাউন্ডারি ও চার ছক্কায় করেন ১৫০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন অক্ষর প্যাটেল।
এসআইএইচ/