ব্যালন ডি'অরে সালাহর স্থান নিয়ে ডেজানের প্রশংসাসূচক টুইট

সদ্য সমাপ্ত ব্যালন ডি’অর অ্যাওয়াডে সপ্তম হয়েছেন লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। মিসরীয় তারকার এই অবস্থানকে উৎসাহিত করে টুইট করেছেন তার সাবেক সতীর্থ ডেজান লভরেন।
গত বুধবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে মার্সিসাইডের হয়ে জোড়া গোল করেন সালাহ। এতে প্রতিদ্বন্দ্বী এভারটনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে লিভারপুল।
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের কয়েকদিন পর সালাহর ওই অসাধারণ নৈপুন্যকে উপস্থাপন করে ডেজান লিখেছেন, ‘এভাবে দক্ষতা প্রদর্শন করতে থাকলে ফরাসি ফুটবল ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের সময় তোমাকে ষষ্ঠ অবস্থানে পৌঁছে দিবে।’
উল্লেখ্য, গোলের পর গোল করে অসাধারণ একটি বছর কাটায় মোহাম্মদ সালাহ। তারপরও লিওনেল মেসি, রবার্ট লেভানডোস্কি, জর্জিনহো, করিম বেনজেমার মতো তারকাদের বিষ্মিত করতে ব্যর্থ হন লিভারপুলের এই তারকা। ফলে কপালে জুটে সপ্তম অবস্থান।
এসআইএইচ
